সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১২ মে ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মনমোহন সিং
মনমোহন বুকে ব্যথা নিয়ে হাসপাতালে যাযাদি ডেস্ক বুকে ব্যথা অনুভব করায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় রোববার রাত পৌনে ৯টাড দিলিস্নর 'অল ইনডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স' (এইমস) হাসপাতালের কার্ডিও-থোরাসিক ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। দিলিস্নর এইমস হাসপাতালে কার্ডিওলজি বিভাগের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মনমোহন সিং। তার শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. নীতিশ নায়েকের পর্যবেক্ষণে রয়েছেন ৮৭ বছর বয়সি এই প্রখ্যাত অর্থনীতিবিদ। হাসপাতাল সূত্রে জানা গেছে, মনমোহন সিংকে সাধারণ বেডেই রাখা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। উলেস্নখ্য, গত শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির ভিডিও কনফারেন্সে যোগ দেন মনমোহন সিং। তখন কোনো শারীরিক সমস্যা ছিল না। কিন্তু রোববার সন্ধ্যায় তিনি তীব্র বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২০০৯ সালে একবার তার বাইপাস সার্জারি হয়েছে। তারপর থেকেই দুর্বল হয়ে পড়েন কংগ্রেস দলীয় প্রবীণ এই রাজনীতিক। নতুন করে তাকে হাসপাতালে নেওয়ার খবরে উদ্বেগ দেখা দিয়েছে কংগ্রেস শিবিরে। সংবাদসূত্র :টাইমস অব ইনডিয়া কোয়ারেন্টিনে যাবেন না মাইক পেন্স যাযাদি ডেস্ক প্রেস সেক্রেটারির করোনাভাইরাস টেস্টের ফল পজিটিভ হলেও 'সেল্ফ কোয়ারেন্টিনে' যাচ্ছেন না যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। হোয়াইট হাউসেও যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। পেন্সের মুখপাত্র ডেভিন ও'ম্যালে বলেন, 'হোয়াইট হাউসের চিকিৎসা ইউনিটের পরামর্শ মেনে চলবেন পেন্স। কোয়ারেন্টিনে থাকছেন না তিনি। তাছাড়া ভাইস প্রেসিডেন্ট পেন্সের প্রত্যেক দিনের টেস্টের ফল নেগেটিভ আসছে।' গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে করোনাভাইরাস প্রবেশ করে ডোনাল্ড ট্রাম্পের এক ব্যক্তিগত সহকারীর মাধ্যমে। পরদিন পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলারের করোনা পরীক্ষায় পজিটিভ আসে। কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়ায় অ্যান্থনি ফাউচিসহ হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের তিন বিশেষজ্ঞ সেল্ফ কোয়ারেন্টিনে গেছেন। কিন্তু পেন্স তাদের পথে হাঁটছেন না। অথচ কেটির সংস্পর্শে পেন্সের যাওয়ার কথা নিজেই বলেছেন ট্রাম্প। ভাইস প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারির করোনা হওয়ায় হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের প্রত্যেকে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। কারণ কেটির কাজই হলো ব্যক্তির সংস্পর্শে থেকে কাজ করা। সেক্ষেত্রে অনেক ব্যক্তিই তার সংস্পর্শে গেছেন বলে ধারণা ওই সূত্রের। সংবাদসূত্র :রয়টার্স মেডিকেল সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছে চীন যাযাদি ডেস্ক ছয় রকমের মেডিকেল সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছে চীন। রোববার দেশটির ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির মুখপাত্র 'গেস্নাবাল টাইমস' এ খবর দিয়েছে। রপ্তানি স্থগিত হওয়া সরঞ্জামগুলোর মধ্যে মাস্ক, গাউন, টেস্ট কিট ও ভেন্টিলেটর রয়েছে। বলা হচ্ছে, রপ্তানিকৃত সামগ্রীর মান বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আর রোববার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ বাণিজ্যের ক্ষেত্রে এই ছয় সরঞ্জামের বাইরে অন্যান্য মেডিকেল সামগ্রী রপ্তানিতে কোনো স্থগিতাদেশ নেই। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পরিচালক লি বিন দেশটির স্বাস্থ্য ব্যবস্থায় দুর্বলতার স্বীকারোক্তি দেওয়ার পরই সরকারের নতুন এ সিদ্ধান্তটি এলো। এর আগে করোনা মহামারি ঠেকাতে চীনের উৎপাদিত কিছু চিকিৎসাসামগ্রী ফিরিয়ে দেয় কয়েকটি ইউরোপের দেশ। স্পেন, তুরস্ক ও নেদারল্যান্ডের কর্মকর্তারা জানান, বেইজিংয়ের পাঠানো কোভিড-১৯ পরীক্ষার কয়েক লাখ কিট ও মেডিকেল মাস্ক মানসম্পন্ন নয়। এগুলো ত্রম্নটিপূর্ণ। সংবাদসূত্র :বিবিসি ভারতে যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে আজ যাযাদি ডেস্ক প্রায় ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ধাপে ধাপে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। ভারতজুড়ে লকডাউন শেষ হওয়ার পাঁচ দিন আগেই মঙ্গলবার থেকে প্রথম ধাপে সীমিত পরিসরে ফের যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে বলে রোববার এক বিবৃতিতে বলা হয়েছে। ২৫ মার্চ ভারতজুড়ে লকডাউন শুরু হওয়ার পর থেকে বন্ধ থাকা যাত্রী পরিবহণ ১৫টি 'বিশেষ' ট্রেনের মাধ্যমে শুরু করা হবে। আর বগি পাওয়া গেলে আরও 'বিশেষ' ট্রেন চালু করা হবে। রেলওয়ের বিবৃতিতে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় বিকাল ৪টা থেকে টিকিট বুকিং দেওয়া শুরু হবে। শুধু 'ইনডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম করপোরেশন'র (আইআরসিটিসি) ওয়েবসাইট অথবা মোবাইল ফোনের অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং দেওয়া যাবে। আর সব স্টেশনে টিকিট কাউন্টারগুলো বন্ধ থাকবে। সংবাদসূত্র :এনডিটিভি