আফগানিস্তানে জানাজায় আত্মঘাতী হামলা, নিহত ৪০ প্রসূতি ক্লিনিকে গুলি, নিহত ১৩

প্রকাশ | ১৩ মে ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
আফগানিস্তানে জানাজায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির নানগারহার প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে প্রাদেশিক সরকার জানিয়েছে। সংবাদসূত্র : রয়টাস, বিবিসি সরকারের এক মুখপাত্র জানান, জানাজা শুরু হওয়ার পর হামলাটি চালানো হয়। খিওয়া জেলায় পরিচালিত এই হামলায় ৪০ জন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এটি পুলিশের এক শীর্ষ কমান্ডারের জানাজা ছিল। এতে সরকারের শীর্ষ কর্মকর্তারা ও এক পার্লামেন্ট সদস্য উপস্থিত ছিলেন। তালেবান এই হামলার দায় অস্বীকার করেছে। সাধারণত সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এ ধরনের হামলা চালিয়ে থাকে। এদিকে, দেশটির রাজধানী কাবুলের একটি প্রসূতি ক্লিনিকে বন্দুকধারীদের হামলায় দুই শিশু, ১১ মা-সহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার আন্তর্জাতিক দাতব্য সংস্থা 'ডক্টর উইদাউট বর্ডার' পরিচালিত ক্লিনিকটিতে এ হামলা চালানো হয়। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালটিতে বন্দুকধারী পুলিশের পোশাক পরে প্রবেশ করেছিল। এরপর তারা গ্রেনেড ছুড়ে মারে ও গুলিবর্ষণ শুরু করে। হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছে। অর্ধশতাধিক লোককে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কেউ এই হামলার দায় স্বীকার করেনি।