ভারতে করোনার হানা

অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় তহবিল ঘোষণা মোদির

প্রকাশ | ১৪ মে ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে ভারতের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মোকাবিলায় ২৬০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থের একটি প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। সংবাদসূত্র : এনডিটিভি, এবিপি নিউজ বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় সংক্রমণ নিয়ন্ত্রণে সফল বলা গেলেও করোনাভাইরাসের অভিঘাতে ভারতের অর্থনীতির দশা বেহাল। ভাষণে মোদি তার এ প্রণোদনা প্যাকেজ নিয়ে বিস্তারিত না বললেও এ সহায়তা কৃষক, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বড় ব্যবসায়ী পর্যন্ত সব শ্রেণিপেশার জন্যই কাজে আসবে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি ভারতীয়দের অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে এবং মহাত্মা গান্ধীর 'ব্রিটিশ কাপড় বয়কট করে ভারতীয় কাপড় কেনা'র প্রচারণার কথা মনে করারও আহ্বান জানান। তিনি বলেন, 'নিজেদের বিষয়ে সোচ্চার হন। আত্মনির্ভরশীল ভারত গড়ার ক্ষেত্রে কে আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে?' স্থানীয়ভাবে ভারত অসংখ্য পণ্য উৎপাদন করতে পারে বলেও মন্তব্য করেন মোদি। এক্ষেত্রে করোনাভাইরাস মোকাবিলায় সাম্প্রতিক লড়াইয়ের উদাহরণ টেনে বলেন, করোনাভাইরাস মহামারির আগে ভারতের কাছে পিপিই কিট ও সুরক্ষা মাস্ক প্রায় ছিলই না; আর এখন প্রতিদিনই হাজার হাজার সংখ্যায় সেগুলো বানানো হচ্ছে। নতুন করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রণোদনার ঘোষণা দিতে মোদির ওপর বিরোধী দলের নেতাকর্মী ও অর্থনীতিবিদদের বড় ধরনের চাপ ছিল। কঠোর লকডাউন এবং বিশ্বজুড়ে মহামারির অভিঘাত ভারতের অর্থনীতিকে ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিয়েছে। কোটি কোটি দরিদ্র মানুষ জীবিকা হারিয়েছে। পরিবারের সদস্যদের সাহায্যের ওপর ভর করে টিকে থাকার আশায় কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের বড় অংশই শহর থেকে গ্রামের বাড়িতে ফিরতে নানা ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার ঘোষিত এ প্রণোদনা তহবিলে পরিযায়ী শ্রমিকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে মোদি জানিয়েছেন।