লকডাউন নিয়ে দ্বিমত

ফাউচির হুঁশিয়ারি অগ্রহণযোগ্য প্রকাশ্যে বললেন ট্রাম্প

প্রকাশ | ১৫ মে ২০২০, ০০:০০ | আপডেট: ১৫ মে ২০২০, ১১:০১

যাযাদি ডেস্ক
ড. অ্যান্থনি ফাউচি ও ডোনাল্ড ট্রাম্প

এবার যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচির বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশটিতে চলা লকডাউন শিগগিরই শিথিলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য এই বিজ্ঞানীর দেওয়া সতর্কবার্তাকে 'অগ্রহণযোগ্য' আখ্যা দিয়েছেন তিনি। স্কুল খুলে দেওয়া নিয়ে ফাউচির সতর্কতা ঘিরে বিশেষ অসন্তোষের কথাও জানান তিনি। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। সংবাদসূত্র : বিবিসি, সিএনএন যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ'র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যান্থনি ফাউচি। মঙ্গলবার সিনেটে আইনপ্রণেতাদের এক শুনানিতে অংশ নেন হোয়াইট হাউসের করোনা টাস্কফোর্সের অন্যতম এই সদস্য। ওই শুনানিতে তিনি বলেন, বিদ্যমান মহামারির মধ্যেই অর্থনীতি সচল করে দেওয়া হলে যুক্তরাষ্ট্রকে 'গুরুতর পরিণতি' ভোগ করতে হতে পারে। টিকা আবিষ্কারের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্কুল খুলে দেওয়ার বিষয়েও সতর্ক করেন তিনি। ফাউচির হুশিয়ারির বিষয়ে জানতে চাওয়া হলে বুধবার ট্রাম্প বলেন, 'দেখুন তিনি সমীকরণের সব দিক নিয়েই খেলতে চাইছেন। ট্রাম্প বলেন, 'তার উত্তরে আমি সত্যিই বিস্মিত হয়েছি। কারণ আপনারা জানেন, এটা আমার কাছে অগ্রহণযোগ্য উত্তর, বিশেষ করে যখন এটা স্কুলের প্রশ্ন।' মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'কেবল একটি বিষয় গ্রহণযোগ্য হতে পারে, তা হলো বয়স্ক শিক্ষকদের কাজে যোগ দেওয়ার আগে কয়েক সপ্তাহ বেশি সময় দেওয়া। কারণ এই রোগটি বয়স্কদের ওপর এবং স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।' করোনাভাইরাসের মহামারিতে যুক্তরাষ্ট্রে প্রায় ১৪ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৮৪ হাজারের বেশি মানুষের মৃতু্য হয়েছে। তা সত্ত্বেও আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে অর্থনীতি সচল করে দিতে আগ্রহী হয়ে উঠেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপ বাস্তবায়নে এগিয়ে আসা গভর্নরদের স্বাগত জানানোর পাশাপাশি যারা বিরোধিতা করেছেন তাদের সমালোচনাও করেছেন তিনি। হোয়াইট হাউসের পরিকল্পনার মধ্যে অঙ্গরাজ্যগুলোকে ১৪ দিন পরপর তিন ধাপে লকডাউন শিথিল এবং স্কুল ও ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা না কমলেও দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্য এরই মধ্যে বিধিনিষেধ শিথিল করে কিছু কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে দিয়েছে, সেখানে সংক্রমণ আরও বাড়তে শুরু করেছে। এভাবে লকডাউন শিথিলে প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করতে পারে। আর তখন কর্মকর্তারাও তা নিয়ন্ত্রণ করতে পারবেন না বলে গত মঙ্গলবার সতর্ক করেছিলেন ফাউচি।