ভারতে করোনা আক্রান্ত ৭৯ হাজার ছাড়াল

প্রকাশ | ১৫ মে ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে তিন হাজার ৭২২ জন আক্রান্ত হয়েছে কোভিড-১৯এ। যার জেরে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ছাড়িয়ে গেছে। শুধু মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২৬ হাজারের কাছাকাছি। সংবাদসূত্র : এবিপি নিউজ, এনডিটিভি দেশটির বিভিন্ন গণমাধ্যম বলছে, করোনার সংক্রমণে গত ২৪ ঘণ্টায় ভারতে মৃতু্য হয়েছে ১৩৪ জনের। ফলে কোভিড-১৯-এর কারণে দেশটিতে মোট মৃতু্যর সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫৬৪ জনে। তবে করোনায় মৃতু্যর পাশাপাশি সুস্থ হয়ে ওঠার হারও উলেস্নখযোগ্য বেড়েছে। এই রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ২৬ হাজার ২৩৫ জন। যা মোট আক্রান্তের প্রায় ৩৩.৬৩ শতাংশ। করোনায় আক্রান্তের সংখ্যায় এখনো শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। বৃহস্পতিবার পর্যন্ত ২৫ হাজার ৯২২ জন আক্রান্ত হয়েছে সেখানে। করোনায় ৯৭৫ জন প্রাণ হারিয়েছে এই বাণিজ্য নগরীতে। এরপরই রয়েছে গুজরাট। সেখানে প্রাণ হারিয়েছে ৫৬৬ জন। আক্রান্ত হয়েছে ৯ হাজার ২৬৭ জনের বেশি। বৃহস্পতিবার পর্যন্ত মৃতু্যর সংখ্যা ৬৪ জনে আটকে থাকলেও তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। ভয়ের খবর, রাজ্যটির একটি পাইকারি বাজারের সবাইকে টেস্ট (পরীক্ষা) করার পর ফল দুই হাজার ৬০০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আরও অনেকের পরীক্ষার রিপোর্ট আসা বাকি রয়েছে। তাতে সংখ্যাটা যে আরও বাড়বে, তা নিশ্চিত। ফলে প্রচন্ড উদ্বেগে রয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা। আপাতত ওই বাজারকে করোনার 'হটস্পট' ঘোষণা করে কড়া নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। চেন্নাই শহরের অদূরে কোয়মবেদু তামিলনাড়ুর বৃহত্তম পাইকারি বাজারের মধ্যে অন্যতম। আক্রান্তের সংখ্যার হিসাবে এরপরেই রয়েছে যথাক্রমে দিলিস্ন (সাত হাজার ৯৯৮), রাজস্থান (চার হাজার ৩২৮), মধ্যপ্রদেশ (চার হাজার ১৭৩), উত্তরপ্রদেশ (তিন ৭২৯)। পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১১৭ জন। এ নিয়ে পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২৯০ জন। রাজ্যটিতে সরাসরি করোনার কারণে মৃতু্য হয়েছে ১৩৫ জনের। আর উপসর্গে (কো-মর্বিডিটি) মৃতু্য হয়েছে ৭২ জনের।