করোনায় এক মাস 'মৃতু্যশূন্য' চীন ৩০ লাখ লোকের পরীক্ষা শেষ

প্রকাশ | ১৬ মে ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
করোনাভাইরাসে গত একমাস ধরে চীনে আর কেউ এ ভাইরাসে প্রাণ হারায়নি। কিছু মানুষ নতুন করে আক্রান্ত হলেও তাদের কারও অবস্থাই গুরুতর নয়। সংবাদসূত্র : বিবিসি শুক্রবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে চার জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। তারা সবাই উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের বাসিন্দা। গত কয়েকদিন ধরে চীনের এ অঞ্চলটিতেই কিছু সংখ্যক রোগী শনাক্ত হচ্ছে। গত ডিসেম্বরে উহানে প্রথমবার শনাক্তের পর এ পর্যন্ত চীনে মোট ৮২ হাজার ৯৩৩ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছেন চার হাজার ৬৩৩ জন। সবশেষ গত ১৪ এপ্রিল করোনায় প্রাণহানির কথা জানিয়েছিল চীন। দেশটিতে বর্তমানে মাত্র ৯১ জন কোভিড-১৯ রোগী হাসপাতালে চিকিৎসাধীন। আর আইসোলেশনে আছে মোট ৬২৩ জন। এদিকে, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়া উহানে নতুন করে আক্রান্ত শনাক্ত হওয়ার পর শহরটির এক কোটি ১০ লাখ বাসিন্দাকে পরীক্ষার যে ঘোষণা দিয়েছিল চীন, শুক্রবার শহরটির কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে ৩০ লাখ বাসিন্দার পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই পরিকল্পনার আওতায় ১০ দিনের মধ্যে পরীক্ষা সম্পন্ন হবে।