উহানে একদিনেই এক লক্ষাধিক পরীক্ষা

প্রকাশ | ১৮ মে ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
চীনে নতুন করোনাভাইরাস প্রাদুর্ভাবের মূল কেন্দ্রস্থল উহান শহরে একদিনেই এক লাখ ১৩ হাজার ৬০৯ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। গত শুক্রবার এসব পরীক্ষা করা হয়েছে। গত ৮ এপ্রিলে কঠোর লকডাউন তুলে নিয়ে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল চীনের হুবেই প্রদেশের উহান শহর। ক্ষণিকের জন্য মনে হয়েছিল, যেন হাঁফ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরছে শহরটি। কিন্তু গত সোমবার শহরটির একটি আবাসিক কম্পাউন্ডে পাঁচ আক্রান্ত শনাক্ত হওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়। এরপর সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে শহরের এক কোটি ১০ লাখ বাসিন্দার সবাইকে পরীক্ষা করার কর্মসূচি নেয় শহর কর্তৃপক্ষ। শুক্রবার যত লোকের পরীক্ষা করা হয়েছে তা বৃহস্পতিবার করা পরীক্ষার চেয়ে ৫০ শতাংশ বেশি। সংবাদসূত্র :রয়টার্স