বিইউএফটিতে সেমিনার

প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর জনসংযোগ বিভাগ 'সড়ক নিরাপত্তা সচেতনতা' বিষয়ক সেমিনারের আয়োজন করে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের খ্যাতিমান চিত্রনায়ক এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। নিসচার মহাসচিব এস এম আজাদ হোসেন সড়ক নিরাপত্তার গুরুত্ব এবং ব্যবহারিক নির্দেশনা তুলে ধরে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি, বোর্ডের সদস্য মশিউল আজম সজল শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের সচেতনতা ছড়িয়ে দেওয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন।