বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কর্তৃক আয়োজিত 'লেখা প্রদর্শনী ২০২৪' অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ও ২৭ নভেম্বর দুই দিনব্যাপী এ লেখা প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। 'লেখা প্রদর্শনী ২০২৪'-এর শুভ উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুলস্নাহ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আইন অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার তৌহিদুল আনাম, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আসাদুজ্জামান, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বাবলী সাবিনা আজহার, আইআইইআরের পরিচালক প্রফেসর ড. মো. ইকবাল হোছাইন, প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মো. ওবায়দুল ইসলাম প্রমুখ।
উক্ত প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন জাতীয় পত্রিকার সম্পাদকীয় পাতায় প্রকাশিত ফোরামের তরুণ লেখকদের কলাম, চিঠি, ফিচার, কবিতা, ছোটগল্পসহ নানা রকম সৃজনশীল ও বুদ্ধিদীপ্ত লেখা প্রদর্শন করা হয়। এছাড়া বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রকাশিত দ্বিমাসিক 'ডাকঘর' ম্যাগাজিনও প্রদর্শন করা হয়। মাননীয় উপাচার্যসহ সবাই ঘুরে ঘুরে লেখাগুলো পড়েন ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বলেন, 'বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার এমন আয়োজন সত্যিই অনেক প্রশংসনীয়। এরকম সৃষ্টিশীল কর্মকান্ড অব্যাহত থাকুক।' এছাড়াও সৃষ্টিশীলতা বাড়াতে তিনি তরুণদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উক্ত প্রদর্শনীতে আসেন এবং লেখাগুলো ঘুরে ঘুরে দেখেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আয়োজন নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, 'বিশ্ববিদ্যালয়ে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন দেখে অনেক ভালো লাগছে। এখানে এসে বিভিন্ন লেখাগুলো পড়ে আমাদের জ্ঞান যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি বিশ্ববিদ্যালয়ে যে একটি মুক্তচর্চার জায়গা সে বিষয়ে অনেক ধারণা পেয়েছি। এমন বুদ্ধিভিত্তিক আয়োজন ভবিষ্যতে আরও হবে বলে আমরা আশা করছি।'
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খায়রুজ্জামান খান সানি বলেন, 'বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা একটি সৃজনশীল ও বুদ্ধিভিত্তিক সংগঠন। আমাদের সংগঠনের স্স্নোগান হচ্ছে 'হচ্ছে সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়।' সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক বিষয় ও সাম্প্রতিক ইসু্য নিয়ে আমরা লেখালেখি করি। মূলত আমাদের কার্যক্রম সবার সামনে তুলে ধরতেই আমাদের এই লেখা প্রদর্শনী আয়োজন, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতে এমন আয়োজনের ধারা অব্যাহত থাকবে ইনশাআলস্নাহ।