বশেমুরবিপ্রবিতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) 'আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ' প্রতিপাদ্যে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে ১০ ডিসেম্বর প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্যর্ যালির আয়োজন করা হয়।র্ যালিতে এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান, আইন অনুষদের ডিন ড. রাজিউর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. আব্দুলস্নাহ আল আসাদ, বিজনেস অনুষদের ডিন ড. ঈশিতা রায়, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, মানবিকী অনুষদের ডিন আব্দুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জমান মিয়া, প্রক্টর ড.আরিফুজ্জামান রাজীবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।