যবিপ্রবিতে সেমিনার

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০

ক্যাম্পাস ডেস্ক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) 'কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স: অ্যাডভান্সমেন্ট বায়োমেকানিক্যাল, এনার্জি এবং থার্মাল ইঞ্জিনিয়ারিং' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যবিপ্রবির ভার্চুয়াল ক্লাসরুমে ১০ ডিসেম্বর যবিপ্রবির রিসার্চ সেল ও গণিত বিভাগ যৌথভাবে অ্যাডভান্সমেন্ট বায়োমেকানিক্যাল, এনার্জি এবং থার্মাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির স্কুল অব মেকানিক্যাল অ্যান্ড মেকাট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র প্রভাষক ড. সাইদুল ইসলাম। তিনি বর্তমান বিশ্ব ব্যবস্থায় কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স: অ্যাডভান্সমেন্ট বায়োমেকানিক্যাল, এনার্জি এবং থার্মাল ইঞ্জিনিয়ারিং-এর গবেষণামূলক তথ্য উপস্থাপন করেন। গণিতের বিস্তর ক্ষেত্রসমূহ ও বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন যবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মো. মিনহাজ উদ্দিন মনির প্রমুখ। সেমিনারে গণিত বিভাগের ড. মো. জহুরুল ইসলাম, ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ড. মো. ফরহাদ বুলবুল, মো. আকরাম হোসাইন, মো. আসিফ আরেফিন, ফি ফয়সাল আহমেদসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার পরিচালনা করেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. খালিদ বিন কায়সার ও সুমি বৈরাগী।