সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ক্যাম্পাস ডেস্ক
ইউআইইউতে সেমিনার অনুষ্ঠিত
\হ
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) 'বায়োমেকানিক্স অব মেন্টাল হেলথ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউআইইউ'র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ২৪ ডিসেম্বর এ সেমিনারের আয়োজন করা হয়। এতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আমেরিকা ইলিনয় বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. তাহের আবু সাইফ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম বদরুজ্জামান। ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক অধ্যাপক এমেরিটাস ড. এম রিজওয়ান খানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন, ইউআইইউ স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন অধ্যাপক ড. হাসান সারওয়ার, ইউআইইউ সিএসআইআরএস এর পরিচালক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও প্রক্টর ড. রুমানা আফরিন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান।
বশেমুরবিপ্রবিতে বিদায় সংবর্ধনা
\হক্যাম্পাস ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে ২৪ ডিসেম্বর গাউন পরিহিত অবস্থায় রিকশায় আরোহণ করে ব্যতিক্রমী এক শোডাউন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন ও আইন বিভাগের সভাপতি ড. মো. রাজিউর রহমান, সহযোগী অধ্যাপক মানসুরা খানম, সহকারী অধ্যাপক সুরাইয়া জেবিন, সহকারী অধ্যাপক হুমায়ূন কবির, প্রভাষক মোহা. হুমায়ূন, চয়ন চাকি ও নাহিদা সিদ্দিকা নীলা।সংবর্ধনায় বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশন করেন। পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। এরপর শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণমূলক বক্তব্যে শিক্ষকদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।