সংবাদ সংক্ষেপ
গাকৃবির বিশেষ প্রশিক্ষণ
প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ক্যাম্পাস ডেস্ক
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) 'অফিসের নিয়ম-কানুন ও গোপনীয়তা, কর্মস্থলের সুরক্ষা এবং স্বাস্থ্যবিধি অনুশীলন' বিষয়ে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আইকিউএসি'র সেমিনার কক্ষে ২০ ফেব্রম্নয়ারি এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের অফিস সহায়ক ও সমমানদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালাটি পরিচালিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং রেজিস্ট্রার মো. আবদুলস্নাহ মৃধা।
বিশ্ববিদ্যালয়ের ৪৫ জন অফিস সহায়কের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান, গাকৃবির রেজিস্ট্রার মো. আবদুলস্নাহ মৃধা এবং মেডিকেল অফিসার আব্দুলস্নাহ আল মেহেদী হাসান।