পাঠক-মত

অপসংস্কৃতির জয়গান বন্ধ হোক

প্রকাশ | ১৯ জুন ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
নব্বই দশকের শেষের দিকে ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে বৈপস্নবিক পরিবর্তন ঘটে আমাদের দেশে। হাঁটি হাঁটি পা পা করে এই নেটওয়ার্ক আজ শহর থেকে গ্রামেও শোভা পাচ্ছে। একটা সময় ছিল, যখন শহুরে মায়েরা তাদের ছেলেমেয়েদের সন্ধ্যা হলে পড়াতে বসতেন আর গ্রামের গৃহবধূরা সাঁঝের বেলায় সাংসারিক কাজ শেষ করে হাতের তৈরি রকমারী পণ্য বানাতে বসতেন বা গল্প করে সময় পার করতেন; কিন্তু আজ তাদের বিনোদিত করতে ডিশ ক্যাবলের বিকল্প বোধহয় খুঁজে পাওয়া দুষ্কর। এখনকার সময়ে আমাদের দেশে ডেইলি সোপ-খ্যাত সিরিয়ালগুলো জায়গা করে নিয়েছে দর্শকদের হৃদয়ে। কিন্তু এগুলোর পাশাপাশি পাশ্চাত্য বা পাশের দেশ ভারতের অনুষ্ঠানগুলোও স্থান দখল করে নিচ্ছে। এসব অনুষ্ঠানের মধ্যে ডেইলি সোপ-খ্যাত সিরিয়াল অন্যতম। হোক সেটা বাংলা বা হিন্দি। এর মূল আকর্ষণ থাকে অগভীর কাহিনী, বাহারি পোশাক, কড়া মেকআপ, উগ্রজীবনবোধ, অশালীন সংলাপ, অশালীন দৃশ্যায়ন ও অশালীন পোশাক। আজকাল আমাদের দেশে তাদের প্রোগ্রাম বা ড্রেসের স্টাইল দিয়ে পোশাকের নামকরণ করা হয়। কাহিনীর মধ্যে নেই কোনো গভীরতা। একমাত্র বিষয় 'প্রেম' ও প্রতিহিংসা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শিশু-কিশোর তথা টিনএজার। মানসিক বিকৃতিপূর্ণ এসব সিরিয়াল বা ছবি দেখে স্বাভাবিক বিকাশই অস্বাভাবিক। আকাশ সংস্কৃতির নামে এই অপসংস্কৃতির জয়গান বন্ধ করা হোক। মাহফুজা রহমান ঢাকা