পাঠক-মত

করোনাকালে বাড়ছে বাল্যবিবাহ

প্রকাশ | ২৮ জুন ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক

দেশে বাল্যবিবাহ অন্যতম সমস্যা। এটি দু-চার দিন আলোচনা করে থেমে যাওয়ার মতো কোনো বিষয় নয়। দেখা যাচ্ছে, সবকিছুর পরিবর্তন হলেও এটি এখনো বন্ধ হয়নি। এটি যেন দিন দিন বেড়েই চলেছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। ঘরের বাইরে যাওয়া নিষেধ। এ সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় চলছে গোপনে বাল্যবিবাহের আয়োজন। বিশ্বের ৪০ লাখ কন্যাশিশুকে বাল্যবিকাহের ঝুঁকিতে ফেলেছে করোনা মহামারি। স্কুল বন্ধ থাকা, দারিদ্র্য বেড়ে যাওয়াসহ করোনা সম্পর্কিত নানা কারণে বাল্যবিবাহের ঝুঁকির মুখে পড়েছে বিশ্বের বিপুলসংখ্যক কন্যাশিশু। এ সময় করোনার কারণে স্কুল বন্ধ থাকায় বাল্যবিবাহের ঝুঁকি ব্যাপকভাবে বেড়েছে লকডাউনের সুযোগে অনেক পরিবার যেমন বাল্যবিবাহের আয়োজন করবে, তেমনি এটি গোপন করারও সুযোগ পাবে। মহামারির কারণে যে অর্থনৈতিক সংকট শুরু হয়েছে, তা থেকে বাঁচার জন্যও অনেক দরিদ্র পরিবার এ বাল্যবিবাহের আশ্রয় নেবে। এর মাধ্যমে তারা পরিবারের সদস্যসংখ্যা কমানোর চেষ্টা করবে। আর এসব বাল্যবিবাহের ফলে সমাজে যৌতুক লেনদেনেরও সুযোগ সৃষ্টি হবে। বাল্যবিবাহ বেশির ভাগ ক্ষেত্রে সুখের হয় না। বাল্যবিবাহ দেশে মা ও শিশুর মৃতু্যর অন্যতম প্রধান কারণ। কিশোরী মায়ের মৃতু্যঝুঁকি প্রাপ্তবয়স্ক মায়ের তুলনায় অন্তত চারগুণ বেশি। তাই এ সময় বাল্যবিবাহ যাতে রোধ করা যায়, সেদিকে কঠোর দৃষ্টি দেওয়া প্রয়োজন। মোহাম্মদ জীবন আহমেদ সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিলেট