পাঠক মত

শব্দ ও বায়ুদূষণ থেকে মুক্তি চাই

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মানুষের সুস্থভাবে বাঁচার জন্য দরকার শব্দ দূষণমুক্ত পরিবেশ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ পরিবেশ প্রতিদিনই নতুনভাবে বিনষ্ট হচ্ছে। কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাস বায়ুমন্ডল এবং উন্মুক্ত পরিবেশকে যেমন ক্রমাগত দূষিত করছে ঠিক একইভাবে বাস, বেবিট্যাক্সি, রেলগাড়ি, বিমান, কলকারখানা ইত্যাদির মাধ্যমে শব্দদূষণ হচ্ছে। মহানগরীর অপরিকল্পিত বিস্তার এবং ত্রম্নটিপূর্ণ যানবাহনের কারণে অকারণে ভেঁপু বাজানো নগরীর জন্য একটি সমস্যার কারণ। এ ব্যাপারে সচেতন হওয়া দরকার। বিশেষজ্ঞদের মতে, দূষিত বায়ু গ্রহণ করে নগরে বসবাসকারীরা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শব্দদূষণের ফলে প্রতিনিয়ত শিশুসহ সব বয়সী মানুষই স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা মোকাবেলা করছে। দূষিত বায়ু শ্বাসকষ্ট, হাঁপানি, যক্ষ্ণা, চক্ষুরোগ, বৃদ্ধিহীনতা, ঘন ঘন সংক্রামক, নিউমোনিয়া, কাশি, ব্রঙ্কাইটিসসহ ক্যান্সারের মতো ভয়াবহ মরণব্যাধি ডেকে আনছে। এছাড়া নগরে বায়ুদূষণ ও শব্দদূষণের ফলে আর্থিক ক্ষতিও অনেক। তাছাড়া যারা নিতান্ত দরিদ্র এবং রাস্তার ধারে বাস করে তাদের ক্ষতিও অপূরণীয়। শব্দদূষণের ফলে মানবস্বাস্থ্যের যে ক্ষতি হয় তা দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করছে সন্দেহাতীতভাবে। পরিসংখ্যান অনুযায়ী রাজধানী ঢাকার বিপুল সংখ্যক অধিবাসী দূষিত পরিবেশ এবং শব্দদূষণের কাছে জিম্মি। তাই কীভাবে শব্দদূষণ ও বায়ুদূষণ দূর করা যায় সে বিষয়ে চিন্তাভাবনা করে এখনই ব্যবস্থা নেয়া জরুরি। অ্যাড. জাহাঙ্গীর আলম সরকার ঢাকা