পাঠক মত

লেভেল ক্রসিংগুলোতে দক্ষ গেটম্যান নিয়োগ দিন

প্রকাশ | ২২ অক্টোবর ২০২০, ০০:০০

শফিক আহমেদ বনানী, ঢাকা
দেশ জুড়ে অসংখ্য লেভেল ক্রসিং রয়েছে যার অনেকগুলোতে অফিশিয়ালি নিযুক্ত কোনো গেটম্যান নেই। রেলওয়ে কর্তৃপক্ষ সেগুলোতে বিজ্ঞপ্তি সেটে দিয়ে তাদের দায়িত্ব শেষ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণ যেন নিজ দায়িত্বে পার হয়। এছাড়া রেলওয়ের অনুমোদনবিহীন অনেক লেভেল ক্রসিং রয়েছে। সাধারণত নতুন রাস্তা নির্মিত হলে এমনটি হয়ে থাকে। এগুলোর নজরদারির জন্য কেউ নেই। ফলে দুর্ঘটনা না ঘটাটাই এখানে অস্বাভাবিক। লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা কিছুদিন পরপরই ঘটে। কখনো ট্রাকের সঙ্গে, কখনো বা প্রাইভেট কারের সঙ্গে ট্রেনের সংঘর্ষ বেধে যায়। ট্রেন সিগনাল অমান্য করার প্রবণতাই মূলত এর জন্য দায়ী। লাল বাতি জ্বালানোর পরও গাড়ি পার হওয়ার মতো বিপজ্জনক প্রবণতা আমাদের ছাড়তে হবে। এ ক্ষেত্রে রেল কর্তৃপক্ষও তাদের দায়দায়িত্ব এড়াতে পারে না। প্রায়ই দেখা যায়, লেভেল ক্রসিংগুলোতে গেট বন্ধ করে দুই পাশে বিশাল ট্রাফিক জ্যাম তৈরি করা হয়েছে কিন্তু ট্রেন আসার কোনো খবর নেই। তখন মানুষ খুব বিরক্ত হয়ে সিগনাল অমান্য করেই লেভেল ক্রসিং অতিক্রম করে থাকে। এছাড়া অনেক পয়েন্টে গেটম্যান থাকে না, গেটও থাকে না। যেসব জায়গায় গেটম্যান আছে তারা অদক্ষতা ও দায়িত্ব পালনে উদাসীনতার পরিচয় দিচ্ছে। তাই সামগ্রিক এই বিষয়গুলোকে সামনে রেখে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।