বাংলাদেশের হালফিল রাজনীতি ও ভবিষ্যৎ শঙ্কা

আজকের বাংলাদেশে যারা রাজনীতি করছেন তাদের বুঝতে হবে, এ দেশে রাজনীতি করতে হলে মানুষের পালস্‌ বুঝতে হবে, বাংলাদেশবিরোধী অবস্থানে থেকে, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ভুলে, অন্য কোনো দেশের স্বপ্ন এ দেশে বাস্তবায়ন করতে চাইলে সেটা হবে বোকামি। আধুনিক বাংলাদেশে রাজনীতি করতে হলে আধুনিক চিন্তাচেতনা লালন করা দরকার। দুর্নীতিবাজদের পরিহার করে, ধর্মীয় গোঁড়ামি দূরে রেখে, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করে বাংলাদেশে রাজনীতি করা দরকার। তা না হলে আমাদের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে শঙ্কা থেকেই যাবে।

প্রকাশ | ০৭ নভেম্বর ২০২০, ০০:০০

মোনায়েম সরকার
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখন নানা কারণেই আলোচিত হচ্ছে বিশ্ব গণমাধ্যমে। বাংলাদেশ এখন এমন একটি জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে, যে জায়গায় আরোহণ করা আসলেই কিছুটা কঠিন কাজ। বাংলাদেশ সেই কঠিন প্রাচীর ডিঙিয়ে সম্মানের জায়গায় অধিষ্ঠিত হয়েছে। অবশ্য আজকের বাংলাদেশের যা কিছু অর্জন- তা সবই সম্ভব হয়েছে কয়েকটি কারণে। এর দুটি প্রধান কারণটি হলো এই যে, (১) ভূ-রাজনৈতিক কারণে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে আছে, (২) বাংলাদেশে উন্নয়নের হাল শক্ত হাতে ধরে বসেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ আজ পরিণত হতো মৌলবাদী রাষ্ট্রে। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে তিরিশ লাখ শহিদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয় অসাম্প্রদায়িক চেতনা বুকে ধারণ করে, বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সে দেশের সবগুলো জেলা শহরে একযোগে বোমা হামলার ঘটনা- এটাই কি প্রমাণ করেনি যে, বাংলাদেশ তখন ঢেকে রেখেছিল অপশাসন ও ধর্মীয় মৌলবাদের কালো ছায়া? সেই জায়গা থেকে কিছুটা উত্তরণ হয়েছে বাংলাদেশের। তবে পুরোপুরি উত্তরণ হয়েছে এমন কথা বলা যাবে না। এখনো বাংলাদেশের মূল সমস্যা মৌলবাদী শক্তি উত্থানের সমস্যা। দুর্নীতির চেয়েও গভীরে শেকড় গেড়েছে সন্ত্রাসী মৌলবাদী শক্তি। একটি দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হলো সে দেশের রাজনীতি। রাজনীতি স্বচ্ছ-সুন্দর না হলে কোনো দেশই সুস্থ, সুন্দর, নিরাপদ হতে পারে না। রাজনীতি মানুষের সব রকম সেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। একটি রাজনৈতিক দল যখন মানুষের কাছে ভোট চায়, তখন সে দল সেবার বাণী মুখে নিয়েই ভোটারের দ্বারে বিনিত ভঙ্গিতে গিয়ে দাঁড়ায়। অর্থাৎ, সেবার একটি যোগসূত্র রাজনীতির সঙ্গে আছে বলেই বিশ্বে এখনো 'রাজনীতি' টিকে আছে। গণতান্ত্রিক পরিবেশ ছাড়া রাজনীতি বিকশিত হতে পারে না। আজকের বাংলাদেশের দিকে তাকালে মনে হয় এ দেশে রাজনীতির আর কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খোঁজা দরকার। বাংলাদেশের রাজনীতির ধারা ইচ্ছাকৃতভাবেই বাধাগ্রস্ত করা হয়েছে। এখানে এমনভাবে রাজনীতিকে কলুষিত করা হয়েছে- যা বিশুদ্ধ করা আসলেই দুঃসাধ্য। বাংলাদেশের রাজনীতির পটপরিবর্তন ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু-হত্যাকান্ডের মধ্য দিয়ে। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হত্যা করে একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশকে ভুল পথে নিয়ে যায়। ১৯৭৫ সালের পর দীর্ঘ ২১ বছর বাংলাদেশের রাজনীতিকে অবরুদ্ধ করে রাখে অপশক্তি। এই একুশ বছরে একটি জেনারেশনকে পুরোপুরি অন্ধকারে ঘুম পাড়িয়ে রাখে স্বাধীনতাবিরোধী চক্র। এর সঙ্গে কিছু সামরিক অফিসার, আমলা ও সুবিধাভোগী রাজনীতিবিদ যুক্ত হয়ে বাংলাদেশকে রাজনীতিহীন রাজ্যে রূপান্তর ঘটায়। বঙ্গবন্ধু হত্যার পরে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসে জেনারেল জিয়াউর রহমান প্রথমেই রাজনীতিকে কঠিন করে তোলার মনোভাব ব্যক্ত করেন। তিনি বলেন, 'ও ংযধষষ সধশব ঢ়ড়ষরঃরপং ফরভভরপঁষঃ ভড়ৎ ঢ়ড়ষরঃরপরধহ.' তিনি তার কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। অর্থ আর অস্ত্র দিয়ে তিনি বাংলাদেশের রাজনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যান। বাংলাদেশের গণতন্ত্রমনা মানুষের জন্য জেনারেল জিয়া রাজনীতিকে আসলেই কঠিন করে তুলেছিলেন। তিনি যে রাজনীতিকে প্রকৃত অর্থেই কঠিন করে তুলেছিলেন তার আরেকটি প্রমাণ হলো- রাজনীতিবিদদের নির্বিচারে হত্যা করা। ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শহিদ হয়েছে, একই বছরে কয়েক দিনের ব্যবধানে কারাগারে শহিদ হন বাংলাদেশের চার জাতীয় নেতা (সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান)। শুধু বঙ্গবন্ধু কিংবা জাতীয় চারনেতা হত্যাকান্ডের মধ্যেই বাংলাদেশের রাজনৈতিক হত্যাকান্ড সীমাবদ্ধ ছিল না। সে সময়ে বাংলাদেশের সর্ববৃহৎ দল আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীর ওপরই প্রাণনাশের হুমকি ছিল। সে সময় আমরা যারা রাজনীতির মাঠে এসব দুর্ভোগ ভোগ করেছি, তারা তা আজও স্মরণ করতে পারি। জেনারেল জিয়াউর রহমানের দুঃশাসন আমলে বাংলাদেশের প্রকৃত রাজনীতিবিদরা সীমাহীন অন্যায়, অত্যাচার আর জেল-জুলুম সহ্য করেছে। শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদেরই নয়, অসংখ্য সামরিক অফিসারকে নির্মমভাবে হত্যা করেন জিয়া। জিয়াউর রহমান বাংলাদেশের গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাজনীতির পরিবেশ বিনষ্ট করে হত্যা, খুন আর ষড়যন্ত্রের যে সংস্কৃতি গড়ে তুলেছিলেন, তারই পরিপূর্ণ বাস্তবায়ন করেন স্বৈরাচার এইচ এম এরশাদ। এরশাদের আমলে অর্থ, অস্ত্র আর মাদক-রাজনীতির প্রধান হাতিয়ার রূপে দেখা দেয়। এ সময় নীতি-আদর্শের চেয়ে পেশিশক্তি অধিক কদর পেতে থাকে বাংলাদেশের 'রাজনীতিতে'। দশটা হোন্ডা বিশটা গুন্ডা আর নির্বাচন ঠান্ডা' এই অগণতান্ত্রিক ভোট ছিনতাই পদ্ধতি এরশাদের আমলে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। এরশাদের মর্মান্তিক পতনের পর আসেন জিয়াপত্নী খালেদা জিয়া। তিনি এসে স্বামীর দেখানো পথেই হাঁটেন। বাংলাদেশবিরোধী মৌলবাদীচক্র খালেদা জিয়ার ঘাড়ে চড়ে বসে। এর ফলে একদিকে দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়, অন্যদিকে চলে লাগামহীন দুর্নীতি। খালেদা জিয়ার পুত্রদ্বয়, দলীয় নেতাকর্মী ও ভাড়াটে ঘাতকরা বাংলাদেশে যা ইচ্ছে তা-ই করতে থাকে। এ দেশে তখন আইন-কানুন বলে আসলেই কিছু ছিল না। ক্ষমতা আর কালো টাকার কাছে জিম্মি হয়ে পড়েছিল পুরো সমাজব্যবস্থা ও রাজনৈতিক কর্মকান্ড। এমন কি রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীসহ অনেক বাহিনীর লোকজনই অন্যায়ের সঙ্গে জড়িয়ে পড়েছিল। অবশ্য সেই ধারা বাংলাদেশের রাজনীতিতে এখনো বলবৎ আছে। আজকের বাংলাদেশে যারা রাজনীতি করেন তাদের শতকরা ৯৫ জনই ব্যবসায়ী। অর্থাৎ, টাকাওয়ালা মানুষ। যারা টাকা ভালোবাসে তাদের পক্ষে কখনোই মানুষকে সেবা দেওয়া সম্ভব হয় না। এরা সেবা দিলেও এদের সেবার পেছনে টাকা উপার্জনের প্রবল লোভ থাকে। আজ আমাদের দেশের রাজনীতি থেকে যদি ব্যবসায়ীদের সংখ্যা কমিয়ে সত্যিকারের রাজনীতিবিদের হাতে রাজনীতি তুলে দেওয়া না যায়, তাহলে বাংলাদেশের রাজনীতি অন্ধকারে নিমজ্জিত হবে। আজকের রাজনৈতিক মাঠে নগদ অর্থ ছাড়া কেউই টিকতে পারবে না। একজন মানুষ যখন টাকা খরচ করে নির্বাচিত হয়- তখন কি সত্যিকার অর্থেই তার পক্ষে সেবা দেওয়া সম্ভব? চাকরিতে ঘুষের মাধ্যমে নিয়োগ পেলে ওই ঘুষ দেওয়া চাকরিজীবী সারাক্ষণ ঘুষ নিয়েই চিন্তাভাবনা করে সেবা দেয় না। তদ্রূপ নির্বাচনে অঢেল টাকা খরচ করে ভোটে জয়ী হয়ে সেও অঢেল টাকার পাহাড় গড়ে তোলে। আজকের বাংলাদেশে সংসদের দিকে তাকালে আমরা অসংখ্য দক্ষ ব্যবসায়ী দেখি বটে, কিন্তু দক্ষ কোনো সংসদ সদস্য দেখি না, দেখি না এমন কোনো আইনপ্রণেতা যাদের মুখের দিকে তাকিয়ে এ দেশের মানুষ আশায় বুক বাঁধতে পারে। বাংলাদেশে এখন মূলধারার যেসব রাজনৈতিক দল আছে, সেসবের ভেতরে গণতান্ত্রিক পদ্ধতিতে দলীয় কার্যক্রম চলে বলে মনে হয় না। আজ আমরা প্রত্যেকটি দলের মধ্যেই নানাবিধ সমস্যা দেখতে পাচ্ছি। বড় বড় দল থেকে বেরিয়ে গিয়ে যেসব নেতা পরবর্তী সময়ে দল গঠন করেছেন, আজ তারা প্রত্যেকেই 'ওয়ান ম্যান পার্টি'তে পরিণত হয়েছেন। এসব দলে কর্মী নেই, ভোটার নেই, এমনকি সমর্থক আছে কিনা তাও সন্দেহ। এসব কোমর ভাঙা দলের দলীয় প্রধানরা যখন সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন, হুমকি-ধমকি দেন, তখন তা বড়ই হাস্যকর মনে হয়। এরা শুধু বাণী দেন আর সেমিনারে নিজেদের ছবি দেন। বাম প্রগতিশীল রাজনীতি যারা করেন, তারাও এ দেশে একসঙ্গে থাকতে পারেন না। তারা দুইজন একত্র হলে দুই দলের নেতা হয়ে বসেন। অর্থাৎ যত নেতা তত দল- এই হয়েছে বর্তমান বাংলাদেশের গণতান্ত্রিক ও বাম রাজনীতির চিত্র। এই ভগ্নদশা থেকে আমাদের পরিত্রাণ দরকার। অর্থ, লোভ আর দুর্নীতি রাজনৈতিক দলগুলোকে গ্রাস করে ফেলেছে। টাকার মোহে যারা রাজনীতির মাঠে নামে তারা হয়তো টাকা বানাতে পারে কিন্তু রাজনীতির বারোটা বাজিয়ে ছাড়ে। আমি দীর্ঘদিন রাজনীতি করেছি। এখনো রাজনীতি নিয়েই লেখাপড়া-গবেষণা করি। আমার স্পষ্ট মনে আছে, ১৯৯৬ সালে কেন আমরা আওয়ামী লীগের মোস্তফা জালাল মহিউদ্দিন, সাহারা খাতুন, মোজাফফর হোসেন পল্টুর মতো ত্যাগী নেতাদের বাদ দিয়ে হাজী সেলিম, রহমতউলস্নাহ, সাবের হোসেন চৌধুরীকে প্রার্থী করেছিলাম। আমরা তখন বুঝেছিলাম ১৯৯৬ সালের নির্বাচনে শুধু ভালো প্রার্থী দিলেই হবে না- টাকাও খরচ করতে হবে। কেননা, সে সময় যারা ২১ বছর ক্ষমতায় ছিল, তারা বাংলাদেশের ভোটের সংস্কৃতিই বদলে ফেলেছিল। এখন আবার সময় এসেছে সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনার। আমাদের এখন সে পথেই হাঁটতে হবে। আওয়ামী লীগ সরকার গঠন করে টানা বারো বছর ধরে বাংলাদেশ শাসন করছে। এই ১২ বছরে বাংলাদেশে অনেক কিছু বদলেছে। অনেক কিছুতেই বাংলাদেশ সাফল্য অর্জন করেছে, কিন্তু একটি বিষয় আমাকে খুব ভাবিয়ে তোলে, সেটা হলো এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের মতোই আরেকটি শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। যে দলে একজনও রাজাকার কিংবা মুক্তিযুদ্ধবিরোধী থাকবে না, যে দল কখনোই বাংলাদেশের পবিত্র সংবিধানের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না, আওয়ামী লীগ যেভাবে দেশ পরিচালনা করছে সেটা একেবারে মন্দ নয়, তবে মাঠে শক্তিশালী বিরোধী দল থাকলে আওয়ামী লীগ আরো কাজ করে দেখাতে পারত বলেই মনে করি। আজ আমাদের ভাবতে হবে, একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে স্থবিরতা নেমে আসে, এমন কি নানা কারণে সেই দল ভাঙনের মুখে পড়ে। তাই ভাঙন থেকে আওয়ামী লীগকে টিকে থাকতে হলে বিরোধী দল গঠনে সুযোগ করে দিতে হবে। আজ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকালে আমরা দেখতে পাই ভারতের জনপ্রিয় রাজনৈতিক দল কংগ্রেস, সিপিআই (এম), তৃণমূল কি ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ক্ষমতা মানুষের চিরকাল থাকে না, ক্ষমতা হাতে থাকা অবস্থায়ই আওয়ামী লীগকে বাংলাদেশকে একটি উন্নত জায়গায় নিয়ে যেতে হবে। শুধু নিজেদের আখের গোছালে হবে না, আওয়ামী লীগে যেসব সুবিধাভোগী, হাইব্রিড নেতাকর্মী আছে, যারা টাকা দিয়ে অন্য দল থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছে এদের বিরুদ্ধে এখনি কঠোর পদক্ষেপ নিতে হবে। বঙ্গবন্ধু দুর্নীতিবাজদের ছাড় দেননি, তবু তিনি বাঁচতে পারেননি। আওয়ামী লীগের বর্তমান প্রধান শেখ হাসিনাকেও এসব বিষয়ে ভাবতে হবে। আশার কথা হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থান গ্রহণ করেছেন। রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের দুর্নীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দুর্নীতিবাজ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধেও কঠোর হয়েছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- কাউকেই তিনি ছাড় দেবেন না। এই মনোভাব বজায় থাকলে অচিরেই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। তবে এটাও ঠিক, দুর্নীতি দমন একা শুধু সরকারের পক্ষে সম্ভব নয়, যদি সেখানে জনগণ সচেতনভাবে সাড়া না দেন। আজ আমাদের সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকতে হবে এবং দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে। আজকের বাংলাদেশে যারা রাজনীতি করছেন তাদের বুঝতে হবে, এ দেশে রাজনীতি করতে হলে মানুষের পালস্‌ বুঝতে হবে, বাংলাদেশবিরোধী অবস্থানে থেকে, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ভুলে, অন্য কোনো দেশের স্বপ্ন এ দেশে বাস্তবায়ন করতে চাইলে সেটা হবে বোকামি। আধুনিক বাংলাদেশে রাজনীতি করতে হলে আধুনিক চিন্তাচেতনা লালন করা দরকার। দুর্নীতিবাজদের পরিহার করে, ধর্মীয় গোঁড়ামি দূরে রেখে, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করে বাংলাদেশে রাজনীতি করা দরকার। তা না হলে আমাদের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে শঙ্কা থেকেই যাবে। মোনায়েম সরকার : রাজনীতিবিদ, কলামিস্ট ও মহাপরিচালক, বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ