'বন্ধু' শব্দটির ভার বহন করা কঠিন!

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

আজাহার ইসলাম শিক্ষার্থী ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
'বন্ধুত্ব' এমন এক শব্দ যার ভার বহন করা কষ্টসাধ্য। অনেকে এর ভার বইতে পারলেও কেউ কেউ এ শব্দটির ভার বহনে অপারগ। বন্ধুত্বকে ঘিরে থাকে কত স্মৃতি, কত শ্রদ্ধা আর কত ভালোবাসা! কফি হাউসের সেই আড্ডা থেকে শুরু করে একসঙ্গে পথচলা, এবং বেঞ্চে বসে ক্লাস করা, ক্লাসের ফাঁকে দুষ্টুমি করে শিক্ষকের ঝাড়ি খাওয়াও যেন বন্ধুত্বেরই অংশ। হঠাৎ করে কেউ যদি প্রশ্ন করে বন্ধুত্ব কী? অনেক বিখ্যাত মনীষীও এ জায়গায় এসে ভ্যাবাচ্যাকা খেয়ে যাবে। বন্ধু শব্দটি শোনার পর মনের আকাশে হাজারো অপ্রকাশিত শব্দমালা যুক্ত হবে। এ ছাড়া যুক্ত হবে হাজারো অজানা অনুভূতি। মনে এলেও মুখে আসবে না। আসলে বন্ধু মানে কী? এ প্রশ্ন করলে অনেকেই বলবে বন্ধু মানে তো বন্ধু। বেঁচে থাকা মানেই শুধু নিশ্বাস নেওয়া নয়। বেঁচে থাকা মানেই আশা, ভরসা ও ভালোবাসা। মানুষ স্বভাবতই সামাজিক জীব। গানের লাইনে 'একা বেঁচে থাকতে শেখো প্রিয়' বললেও একা বেঁচে থাকা আকাশ কুসুম কল্পনা বৈকি কিছুই নয়। সমাজবিজ্ঞানীরাও এর ব্যতিক্রম বলেনি। বেঁচে থাকার জন্য পরিবার ও পরিবারের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। তবে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ অংশ বন্ধু। এপিজে আব্দুল কালামের ভাষায়, 'একটি ভালো বই একশ' বন্ধুর সমান। কিন্তু একজন ভালো বন্ধু পুরো লাইব্রেরির সমান।' বন্ধুতে জোয়ার-ভাটাও নৈমিত্তিক ঘটনা। জোয়ার-ভাটা শেষে যে অপেক্ষায় থাকে, তাকেই প্রকৃত বন্ধু হিসেবে সংজ্ঞায়িত করা যায়। যার সঙ্গে মন খুলে দু-চার কথা বলা যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জগতের সবকিছুকেই তার বিচক্ষণ দৃষ্টি দিয়ে দেখেছেন। যা অত্যন্ত মনকাড়া এবং চিত্তকর্ষক। বন্ধুত্বের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, 'গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ।' বন্ধু সম্পর্কে অ্যারিস্টটল বলে গেছেন, 'দুটি দেহে একটি আত্মার অবস্থানই হলো বন্ধুত্ব।' বিপুলা এ পৃথিবীর কোনোকিছুই চিরস্থায়ী নয়। তেমনি বিখ্যাত মনীষীদের সংজ্ঞাকে হার মানিয়ে একটা সময় কাছের বন্ধুও হারিয়ে যায়। একই সঙ্গে নিমিষেই হারিয়ে যায় আত্মার বাঁধন। বন্ধুত্বে ফাটল ধরার প্রধান কারণ হয় আস্থা, বিশ্বাসের অভাবে। অথবা নতুন বন্ধুর সান্নিধ্যে পুরনো বন্ধুকে ভুলেই বসে প্রায়। এ ছাড়া কতশত কারণ রয়েছে তা চিহ্নিত করা কঠিন।