চাণক্য শ্লোক

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রজ্বলিত বহ্নি বনস্থ বৃক্ষ সবাইকে দগ্ধ করে বটে, কিন্তু তাতে বৃক্ষমূলের বিনাশ হয় না। অথচ জলবেগ সমূলে বৃক্ষকে উৎপাটিত করে। সুতরাং শীতল জলবেগ অগ্নির তুলনায় মৃদু হলেও অধিক শক্তিশালী।