পাঠক মত

ট্রাফিক নিয়ম জানতে হবে

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

জসীম উদ্দীন শিক্ষাথীর্, ঢাকা বিশ্ববিদ্যালয়
আমরা সবাই নিরাপদে নিবিের্গ্ন চলাফেরা করতে চাই। আর কারও মৃত্যুর সংবাদ শুনতে চাই না। কিন্তু রাজপথে মৃত্যুর মিছিল যে থামছে না। সড়ক দুঘর্টনার বিভীষিকাময় চিত্র দৈনিক সংবাদপত্রের অবিচ্ছেদ্য অংশ হয়ে দঁাড়িয়েছে। এর সমাধান কোথায়? সম্প্রতি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রেক্ষিতে সরকার, ট্রাফিক পুলিশ, সামাজিক সংগঠন, জনগণ সবাই নড়ে-চড়ে বসেছেন। এখন ট্রাফিক ব্যবস্থার উন্নতি দৃশ্যমান। তারপরও সমস্যা। আমাদের নিয়ম মানার সদিচ্ছার অভাব আছে তা সবার জানা। তার অগোচরে রয়ে গেছে আরও সমস্যা। নিয়ম মানতে হলে আগে তো জানতে হবে। জনগণ, চালক, হেলফার সবাই ট্রাফিক নিয়ম-কানুন সম্পকের্ অজ্ঞাত। ট্রাফিক পুলিশ, জনগণ, চালক, হেলফার সবাই ট্রাফিক নিয়ম-কানুন না জানলে পরস্পরের ভাব আদান-প্রদান (ইন্টারঅ্যাকশন) অথর্বহ হবে না। তখনি বিপদ হওয়ার সম্ভাবনা। তাই সবর্স্তরের মানুষকে ট্রাফিক নিয়ম-কানুন সম্পকের্ সচেতন করতে সরকার, মিডিয়া এবং সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা দরকার।