পযর্টন শিল্পের এক অপার সম্ভাবনাময় ‘শকুনি লেক’

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

মো. মাসুদ রানা শিক্ষাথীর্, ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দযের্ যুগে যুগে মুগ্ধ হয়েছেন কতই না কবি মন, ভ্রমণকারী, সাহিত্যিক আর ঐতিহাসিক জন। কি নেই বাংলা ভূমে আর কী রয়েছে এর অভাব? রয়েছে ঐতিহাসিক মসজিদ এবং মিনার, প্রতœতাত্তি¡ক বিহার, জাদুঘর, কেল্লা, পাকর্, দ্বীপ, জলপ্রপাত, সমুদ্র সৈকত, পাহাড়, পবর্ত, নদী-নালা, দীঘি, বনভূমি, সবুজ মাঠ ইত্যাদি। শকুনি লেক হলো তেমনই এক বৈশিষ্ট্যমÐিত হ্রদ যেটা মাদারীপুর জেলার সৌন্দযের্ বাড়তি মাত্রা যোগ করেছে। যদিও এটা একটি কৃত্রিম হ্রদ কিন্তু একে ঘিরে রয়েছে পযর্টন শিল্পের এক অপার সম্ভাবনা। স্থানীয়ভাবে এটাকে মাদারীপুর লেক বা লেকের পার ও বলে থাকে। শকুনি লেক কেটেই মাদারীপুর নতুন শহর তৈরি হয়। (মাদারীপুরের মেয়র) প্রবীণদের মতে, ১৮৫৪ সালে মাদারীপুর শহরের গোড়াপত্তন হয় এবং গত শতকের চল্লিশের দশকে লেকটি খনন করা হয়। দীঘির্দন অযতœ-অবহেলায় পড়ে থাকার পর ২০১৩ সালে এটি সংস্কার করা হয়। এখানে এসে স্বচ্ছ জলের মৃদু ঢেউ আর জলছেঁায়া বাতাসে আনন্দে শিহরিত হয়ে ওঠে দশর্নাথীর্রা। এ লেককে কেন্দ্র করে মাদারীপুর-কে পযর্টন শহরে পরিণত করার স্বপ্ন দেখছে পৌর কতৃর্পক্ষ।