পাঠক মত

ইসলামী বিশ্ববিদ্যালয় নাম বিড়ম্বনার অবসান চাই!

প্রকাশ | ০৩ মার্চ ২০২১, ০০:০০

আবু তালহা আকাশ শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়
স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়, 'ইসলামী বিশ্ববিদ্যালয়'! যা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ। বেশকিছু লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করা এই বিদ্যাপীঠের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮ হাজার। কিন্তু এত সুনাম ধন্য একটি বিদ্যাপীঠের নাম নিয়ে যে বিড়ম্বনা তা সত্যিকার অর্থেই অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কারণ চাকরির আবেদন ফর্মসহ বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখতে পাই, 'ইসলামি বিশ্ববিদ্যালয়' আবার কোথাও 'ইসলামী বিশ্ববিদ্যালয়' এ অংশটুকু সুনির্দিষ্ট থাকলেও এর পরবর্তী শব্দগুলো ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া; কোথাও ঝিনাইদহ; কোথাও কুষ্টিয়া-ঝিনাইদহ, কোথাও শান্তিডাঙ্গা, কোথাও আবার ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ! নামক নানারকম শব্দের ব্যবহার। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের সামনের ব্যানারগুলোসহ ক্যাম্পাসের একান্ত নিজস্ব কাজের ক্ষেত্রেই বিভিন্ন স্থানে, নানারকম নামের ব্যবহার করা হয়। আবার পত্র-পত্রিকা, বিভিন্ন টিভি চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হরহামেশাই শুধু 'কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়' বলে চালিয়ে দেওয়া হচ্ছে, কোথাও আবার একে বলা হয় 'শেখপাড়া বিশ্ববিদ্যালয়'। যেহেতু এখানে বিদেশি অনেক শিক্ষার্থী অধ্যয়নরত, এমনকি আন্তর্জাতিকীকরণের পথে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, এজন্য 'ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ' নামটি ব্যবহার করাটাই অধিক যুক্তিযুক্ত বলে বোধ করি। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অন্যান্য যেকোনো প্রতিষ্ঠানের মতো সুনামধন্য এই বিদ্যাপীঠের নামের ক্ষেত্রে যে বিস্তর দৃষ্টিকটু এবং জটিলতা আমরা প্রতিমিয়ত ভোগ করে থাকি! তার একটি সুনির্দিষ্ট সমাধান করে বিশ্ববিদ্যালয়ের সব ক্ষেত্রে একটি নাম ব্যবহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন!