গাছের ফুল গাছে মানায় হাতে নয়

প্রকাশ | ০৯ মার্চ ২০২১, ০০:০০

মো. বায়েজীদ হোসেন গাজীপুর
এক ফুলপ্রেমিক ফুলের বাগান করে সেখানে বিশ্বাস করে এক মালিকে দায়িত্ব দিলেন বাগানটি দেখেশুনে রাখার জন্য। মালি প্রতিদিন বাগানে সময় দিতে লাগল। কিছুদিন পরে সেই বাগানে ফুল ফোটে, ফুল দেখতে পেয়ে বাগান মালিকের মনটা আনন্দে ভরে যায়। বাগান মালিক চায়, ফুলগুলো গাছেই মানায় গাছেই থাকুক। কিন্তু বাগানের মালির লোভ জাগে তাই সে গাছ থেকে ফুল চুরি করে নিতে চায়, বাগানে দর্শনার্থীরাও ফুল দেখতে পেয়ে আনন্দিত হয়। এরমধ্যে কেউ আবার ফুলের ঘ্রাণ নিতে চায়, কিন্তু মালি নাছোড়বান্দা সে প্রয়োজনে ফুলগাছসহ উপড়ে ফেলবে তবুও তার ফুল চাই। বাগানের মালি মনে মনে চিন্তা করে সে প্রয়োজনে গাছ উপড়ে ফেলে ফুল নিয়ে যাবে, কিন্তু গাছে যে কাটা রয়েছে তার তা মনে নেই, যেই সে ফুল চুরি করতে গাছের ডাল ধরলেন তখনই তার হাতে কাঁটা বিঁধে যায়, সে ব্যথায় কাতরাতে থাকে, এদিকে বাগান মালিক বুঝতে পেরে তাকে বুঝাতে থাকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে যে গাছের ফুল গাছেতেই মানায়, হাতে নয়। তুমি অযথা ফুল ছিঁড়োনা আমি অনেক শ্রম দিয়ে বাগানটাকে সাজিয়েছি, তুমি ফুল ছিঁড়ে আমার বাগানটাকে নষ্ট করো না। তারপরও মালিটি কথা মানতে নারাজ। মালি যখনই বাগান থেকে ফুল ছিঁড়তে যায় তখনই ফুলের পরী ফুলের জবান খুলে দেয়, ফুল বলে ওঠে- মালি তুমি কি আমার প্রেমে পড়েছ নাকি লোভ করছ, তোমার তো দায়িত্ব আমাকে দেখে রাখা আমাকে ধ্বংস করা না। আমি ফুল, আমি ভালোবাসার প্রতীক। আমি জানি তুমি লোভী মানব তোমার প্রয়োজন শেষ হয়ে গেলে তুমি আমাকে ডাস্টবিনে ফেলে দেবে। আমি দিনে মানুষের ভালোবাসার প্রতীক রাতে পরীদের। বাগানের মালিক চিন্তা করে দেখলেন অন্তত পক্ষে এই মালিকে আর ফুলবাগানে রাখা যাবে না। অবশেষে মালি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাগানের ফুলকে দেখে আর চিন্তা করে ...'আমি ফুল না হয়ে কাটা হয়েই বেশ ছিলাম'।