চিকিৎসা ও শিক্ষা বঞ্চিত নিম্নবিত্তরা

প্রকাশ | ০২ জুলাই ২০১৮, ০০:০০

এ কে এম মন্নান কবীর তেজগাও, ঢাকা
বিভিন্ন শ্রেণী ও পেশার বিপুল সংখ্যক জনসংখ্যার ঢাকা মহানগরী এখন এক মেগাসিটি। গ্রামের হতদরিদ্র মানুষ জীবন ধারণের তাগিদে কমর্সংস্থানের আশায় রাজধানী ঢাকাকেই প্রাধান্য দেয়। এখানে অবস্থানের সুবাদে স্বচ্ছল ও বিত্তবান মানুষরা শ্রমজীবী এসব মানুষের শ্রমের বদৌলতে অনেকটা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। প্রকৃতপক্ষে এদের নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত যা-ই ধরা হোক না কেন, নগরভিত্তিক সামষ্টিক অথর্নীতিতে তাদের ভ‚মিকা কম নয়। মানবেতর জীবনযাপনে অভ্যস্ত ওইসব ভাগ্যাহত মানুষের সংখ্যা ঢাকা মহানগরীর মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশের ওপরে। কিন্তু এটা খুবই দুঃখের বিষয় যে, বিদ্যমান নগর ব্যবস্থায় সামাজিক জীবনযাপনের অপরিহাযর্ অবলম্বন চিকিৎসা ও শিক্ষা লাভের ক্ষেত্রে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা একেবারেই অপ্রতুল। ওই শ্রেণীর মানুষের উপযুক্ত চিকিৎসা সেবার জন্য সরকারি কিংবা সিটি কপের্রশন পরিচালিত স্বাস্থ্য কেন্দ্র ও হসপিটালের সংখ্যা অনেক কম। এ অবস্থায় নগরীর প্রতিটি ওয়াডের্ নতুন সরকারি স্বাস্থ্য কেন্দ্র ও হসপিটালসহ সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা জরুরি। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কতৃর্পক্ষের দৃষ্টি আকষর্ণ করছি।