পাঠক মত

ফোনে বিব্রতকর বার্তা ও কল বন্ধ হোক

প্রকাশ | ১১ এপ্রিল ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
আমরা বিশ্বের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যোগাযোগ করার জন্য সবচেয়ে সহজ মাধ্যম ব্যবহার করি। আর সেটি হচ্ছে মোবাইল ফোন। সময় অসময় ফোনের রিংটোনের শব্দ বেজে ওঠে। আর ফোন ধরতেই দেখা যায়, এটি কোনো প্রয়োজনীয় কল কিংবা বার্তা নয়। বরং এটি একটি বিব্রতকর প্রমোশনাল বার্তা। যা সত্যিই বিরক্তি এবং বিব্রতকর। ফোন কোম্পানি অর্থ উপার্জনের জন্য এরকম বাজে বার্তা তাদের গ্রাহকদের দিয়ে থাকে। অনেক সময় দেখা যায়, ফোনের শব্দে প্রয়োজনীয় বার্তা ভেবে, ঘুম থেকে উঠে যায় অনেকেই। কেউ বা তার বাচ্চাকে রেখে দৌড়ে চলে আসে, কেউবা প্রয়োজনীয় বার্তা কিংবা কল ভেবে মিটিং বন্ধ করে দেয় ফোনের শব্দে। কিন্তু ফোনের এই বিব্রতকর বার্তা দেখে, তারা অতিষ্ঠ হয়ে রাগ আর খোবে ভেঙে পড়ে। অনেক সময় প্রয়োজনীয় বার্তাকে ফোন কোম্পানির বিব্রতকর প্রমোশনাল বার্তা ভেবে এড়িয়ে যান এবং ফোনকে দূরে রেখে দেয়। পরে তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এ বিষয় কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যেন এই বিষয় কোনো বিধিমালা কিংবা আইনের প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধান করে জাতির কষ্ট লাগব করে। কেননা, ফোন কোম্পানির বিব্রতকর বার্তা ও ফোন কল বন্ধ করা এখন সময়ের দাবি। সিরাজুল হোসাইন ঢাকা কলেজ, ঢাকা