শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে মৃতু্য বাড়ছে সতর্কতা জরুরি

নতুনধারা
  ১৩ জুন ২০২১, ০০:০০

ভৌগোলিকভাবে বাংলাদেশ বজ্রপাতপ্রবণ অঞ্চল। যার কারণে কোনোভাবেই রোধ করা যাচ্ছে না বজ্রপাতে মৃতু্য। দিনে দিনে এ সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। এক প্রতিবেদনে প্রকাশ, ২০২১ সালের মার্চ থেকে জুন পর্যন্ত চার মাসে বজ্রপাতে ১৭৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময়ের মধ্যে আহত হয়েছে ৪৭ জন। এর মধ্যে শুধু কৃষি কাজ করতে গিয়েই মৃতু্য হয়েছে ১২২ জনের। বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা গেছে ১৫ জন। ঘরে অবস্থানকালীন বজ্রপাতে ১০ জন, নৌকায় মাছ ধরার সময় ছয়জন মারা গেছেন। মাঠে গরু আনতে গিয়ে মারা গেছে পাঁচজন। মাঠে খেলা করার সময় তিনজন ও বাড়ির আঙিনায় খেলা করার সময় ছয়জনের মৃতু্য হয়েছে। এছাড়া, ভ্যান/রিকশা চালানোর সময় দু'জন এবং গাড়ির ভেতরে অবস্থানকালীন বজ্রপাতে মারা গেছেন একজন। ১১ জুন শুক্রবার নগরীর সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্ট্রম অ্যাওয়ারনেস ফোরামের (এসএসটিএএফ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বজ্রপাতে বাংলাদেশে প্রতি বছর গড়ে ২৫০ থেকে ৩৫০ জনের মৃতু্য হয়। গত কয়েক দশকের পরিসংখ্যান ঘেটে দেখা গেছে, বিশ্বে বজ্রপাতের কারণে যত মানুষের মৃতু্য হয় তার চারভাগের একভাগ মানুষের মৃতু্য হয় বাংলাদেশে। ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই একদশকে দেশে বজ্রপাতে প্রাণহানি ঘটেছে ২ হাজার ৮১ জনের। বজ্রপাতে মৃতু্যর সংখ্যা বাড়তে থাকায় ২০১৬ সালে সরকার বজ্রপাতকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বজ্রপাত রোধে নেওয়া হয় বিশেষ পরিকল্পনা ও সতর্কীকরণ কর্মসূচি। কিন্তু মৃতু্যর মিছিল তাতে থামানো যায়নি। প্রাক-বর্ষা মৌসুম শুরুর এ সময় থেকে কৃষক ও জেলেদের কপালে দুশ্চিন্তার ছাপ দেখা যায়। বজ্রপাত বৃদ্ধির কারণের কথা বললেই প্রথমেই আসবে তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তনের সমস্যা। তাছাড়া পরিবেশ দূষণ, বৃক্ষসম্পদ ধ্বংস, নদনদী শুকিয়ে যাওয়া, জলাভূমি ভরাট হওয়াসহ বিভিন্ন কারণ তো রয়েছেই। বায়ুমন্ডলে তাপমাত্রা বাড়ার ফলে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে। আবহাওয়ার এমন অনভিপ্রেত পরিবর্তন বজ্রসহ ঝড়বৃষ্টির জন্য বেশি দায়ী। জুন-জুলাই মাসে ঝড়বৃষ্টিসহ বজ্রপাত বেশি দেখা যায়। কেননা, এ সময় বঙ্গোপসাগর থেকে উঠে আসা আর্দ্র বায়ু আর উত্তরের হিমালয় থেকে আসা শুষ্ক বায়ুর মিলনে ব্যাপক বজ্রঝড়ের সম্ভাবনা তৈরি হয়। সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে মৃতু্যর মিছিল লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

আশার খবর হচ্ছে, সরকার বজ্রপাত রোধে দেশের বিভিন্ন স্থানে মোট ২৮ লাখ তালগাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে এবং তা বাস্তবায়নও হচ্ছে। বজ্রপাতে প্রাণহানি কমাতে তালগাছ লাগানো একটি ইতিবাচক পদক্ষেপ। এই পদক্ষেপ বেশ সময়সাপেক্ষ ও দীর্ঘমেয়াদি ব্যাপার। প্রযুক্তিগত সহায়তার কথা এক্ষেত্রে প্রাধান্য পেতে পারে। তালগাছ বড় হতে সময় লাগে। সঙ্গত কারণেই যে সব গাছ দ্রম্নত লম্বা হয় এমন বড় গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে। সর্বত্র তালগাছের সংখ্যা বাড়লে বজ্রপাত সেখানেই হবে, ফলে এড়ানো যাবে প্রাণহানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে