বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
পাঠক মত

মশা নিধনের জন্য দরকার সচেতনতা

প্রসেনজিৎ কুমার রোহিত শিক্ষার্থী ঢাকা কলেজ, ঢাকা
  ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ঢাকার দুই সিটি করপোরেশনের জন্য এক উদ্বেগজনক বিষয় হচ্ছে মশা নিধন। যা কিনা দুই সিটি করপোরেশনসহ সারাদেশে এ-ই পরিস্থিতি বিরাজমান। কয়েক বছর ধরে ডেঙ্গুতে প্রাণহানি এবং গত দুই বছর চিকুনগুনিয়া নগরবাসীর অনেকের গিঁটে গিঁটে ব্যথা ধরিয়ে দেওয়ার পর মশা নিধনে বিপুল কর্মযজ্ঞের হাঁকডাক দেওয়া হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আন্তর্জাতিক এক পরিসংখ্যান বলছে, মশার কারণে শুধু এক বছরে নানা রোগে আক্রান্ত হয় ৭০ কোটির মতো মানুষ। তাদের মধ্যে মারা যায় ১০ লাখেরও বেশি। বাংলাদেশেও প্রতিবছর বহু মানুষের মৃতু্য হয়। স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের মতে, ১ আগস্ট ২০১৯ পর্যন্ত ১৪ জন মারা যায় এবং ১৯,৫১৩ জন আক্রান্ত হয়, যার বেশিরভাগই শিশু। যদিও অন্য উৎসগুলো মৃতের সংখ্যা ইতিমধ্যে ৫০ পেরিয়ে গেছে বলে জানায়। ২০১৯ সালের ১ আগস্ট, ডিজিএইচএস দেশের সব জেলাতে এই রোগের প্রাদুর্ভাব ঘটেছে বলে নিশ্চিত করে। অধিকন্তু, এটি ২৪ ঘণ্টায় নতুন সংক্রামিত ১৭১২ জন রোগীর কথা প্রকাশ করে যা একদিনে আক্রান্ত হওয়ায় লোকের সংখ্যা হিসেবে রেকর্ড পরিমাণ। সরকারি সূত্রে জানা যায়, প্রতি ঘণ্টায় প্রায় ৭১ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়। ২০২০ সালে জানা যায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৬১৩ জন আর মারা যায় ২৬৪ জনের মতো বলে জানা যায়। এ-ই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায় আর তা হলো জনসচেতনতা। মশা নিধনের জন্য দুই সিটি করপোরেশন যতই উদ্যোগ গ্রহণ করুক না কেন, যদি আমরা নিজেরা না সচেতন হতে পারি তাহলে কখনোই এ-ই সমস্যার স্থায়ী সমাধান হবে না। তাই এ-ই মশার প্রকোপ থেকে বাঁচতে হলে এখনই সবাইকে সচেতন হতে হবে। মশা যাতে কোথাও তার লার্ভার সৃষ্টি করতে না পারে সেজন্য কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না। ডাবের খোসা, ফুলের টপ, পস্নাস্টিক বা কাচের বোতল ও খোলা নর্দমায়। যদি কোথাও দেখা যায় যে মশার উপদ্রব বেড়ে গেছে তাহলেই তৎক্ষণাৎ সিটি করপোরেশন, জেলা পরিষদ বা উপজেলা পরিষদের দায়িত্বরত সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে হবে। যাতে তারা মশা নিধনের জন্য ব্যবস্থা নিতে পারেন। তাই মশা নিধনের জন্য একমাত্র উপায় হতে পারে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে। যার যার অবস্থান থেকে যদি সবাই সচেতন হতে পারি তাহলেই মশা নিধনের জন্য স্থায়ী কার্যকরী পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আশা করি। বিষয়টি অতীব জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে