তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে হবে

প্রকাশ | ০৪ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
সুস্থ সবল দেহ বজায় রাখতে প্রতিটি মানুষের জন্য খেলাধুলা প্রয়োজন। প্রতিটি মানুষের যে দিকগুলোর প্রতি সবচেয়ে বেশি আকষর্ণ থাকে তার মধ্যে খেলাধুলা সবার শীষের্। অধিকাংশ খেলাধুলার উৎস গ্রাম-বাংলায় বলার অপেক্ষা রাখে না। একটা সময় গ্রাম বাংলায় ক্রিকেট, ফুটবল, গোল্লাছুট, কানামাছি, লাঠিখেলা, নৌকাবাইচ, হাডুডু, টেম টাং, মাবের্ল খেলা, লুডু খেলা, ক্যারাম খেলা, বলিবল ইত্যাদি অনেক খেলা প্রচলিত ছিল। এই খেলাগুলো বেশি দিন নয়, এক যুগ আগেও খুব প্রচলিত ছিল। কিন্তু প্রযুক্তির করাল গ্রাসে হারিয়ে যেতে শুরু করেছে এই খেলাগুলো। বতর্মানে ছোট বাচ্চা থেকে বড় সবার মোবাইলÑ ল্যাপটপের প্রতি আসক্তি অত্যন্ত বেশি। যার কারণে তারা ঘরে বসেই খেলছে কম্পিউটার গেমস। হয়তোবা তারা ক্রিকেট, ফুটবল, লুডু খেলছে কিন্তু তা কম্পিউটার বা মোবাইলে, মাঠে নয়। কিন্তু এই খেলাগুলো আমাদের হাজার বছরের ঐতিহ্য বহন করে। আমাদের হাজার বছরের ঐতিহ্যকে আমরা এভাবে নিমিষেই শেষ করে দিতে পারি না। এই ঐতিহ্য ধরে রাখার জন্য তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। জোবায়ের মাছুম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়