চাণক্য শ্লোক

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
সর্পের মতো ধেনুও পাত্রাপাত্র বিশেষে দোষগুণ সমন্বিত হয়। তৃণভোজন করে ধেনু দুধ দান করে আর সর্প সেই দুধ পান করে। তবুও সেই দুধ পান করেও সর্পের মুখ থেকে বিষ নিঃসৃত হয়।