পাঠক মত

চট্টগ্রাম-দোহাজারী রেল সড়কে শাটল ট্রেন চালু হোক

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
দেশে দুর্ভোগের যেন ছাড়াছাড়ি নেই। বিশেষ করে যানবাহনের ভাড়া বৃদ্ধি হওয়ার পর থেকে যাতায়াতে সাধারণ জনগণকে পোহাতে হচ্ছে নানান দুর্ভোগ। যার কারণে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তরা কিছু টাকা লাঘবের জন্য গ্রাম থেকে শহরে যাতায়াতে শাটল ট্রেন ব্যবহার করে থাকে। কিন্তু দুঃখের বিষয়, চট্টগ্রাম- দোহাজারী রেল সড়কে গত বছর থেকে শাটল ট্রেন বন্ধ রাখার ফলে সাধারণ মানুষের যাতায়াতে বিড়ম্বনা ও আর্থিকভাবে টানাপোড়ায় পড়তে হচ্ছে। শাটল ট্রেনের পরিবর্তে ডেমু ট্রেন দেওয়া হলেও সেটা খুব কম সংখ্যক যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন এবং বর্তমানে মহামারির সময়ে যাত্রীদের স্বাস্থ্য ঝুঁকিতে থাকতে হচ্ছে। গণপরিবহণের অতিরিক্ত ভাড়া ও সাধারণ জনগণের কল্যাণের দিকে লক্ষ্য রেখে চট্টগ্রাম-দোহাজারী রেল সড়কে আবার শাটল ট্রেন চালু করার জন্য রেল মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর কামনা করছি। মো. আবু তারেক শিক্ষার্থী আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা পটিয়া, চট্টগ্রাম