বঞ্চিত হচ্ছে কৃষকেরা

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

মো. শাহীন আলম ময়মনসিংহ
বতর্মানে দেশের কৃষকেরা পদে পদে চরমভাবে বঞ্চিত হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊধ্বর্গতি, বীজের অপ্রতুলতা, সার সঙ্কট, শ্রমিকের উচ্চমূল্য, কীটনাশকের উচ্চমূল্য, কৃষিঋণের ঘাটতি, স্বল্প ভতুির্কসহ বতর্মানে উল্লেখযোগ্যভাবে ধান ও চালের মূল্যহ্রাস কৃষকদের আরো বেকায়দায় ফেলেছে। বতর্মান সরকার ধান ও চালের দাম কম রাখতে বদ্ধপরিকর। কিন্তু শুধু ধান ও চালের দাম কম রেখে অন্য জিনিসের দাম উচ্চমূল্য হলে কৃষক বঁাচবে কীভাবে। কেননা ধান উৎপাদনে প্রয়োজনীয় কৃষিজ দ্রব্যাদির দাম অধিক, তাই উৎপাদন মূল্য অধিক। কিন্তু ধানের দাম কম হওয়ায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে কৃষককে। উত্তরবঙ্গের কৃষকেরা বতর্মান সময়ে আলু রোপণ করে। কিন্তু কৃষকের এই দুদিের্নর কারণে তারা ফসল উৎপাদনের আগ্রহ হারিয়ে ফেলেছে। তারা অধিক ফসল উৎপাদনের জন্য জমি খাজনা নিতো উচ্চ মূল্যে যেটি এখন আর স্বল্পমূল্যেও দেখা যাচ্ছে না। এমন চলতে থাকলে এক সময় দেখা যাবে শত শত একর জমি অনাবাদি অবস্থায় পড়ে থাকবে। তাই বতর্মান সরকারের উচিত অতি তাড়াতাড়ি ধান ও চালের দাম অন্যান্য পণ্যের সঙ্গে মিল রেখে নতুনভাবে নিধার্রণ করা।