পাঠক মত

ঢাকার বায়ু বিশুদ্ধ হবে কবে?

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
বিশ্বে বায়ুদূষণ এখন ঢাকায় শীর্ষে। বৈশ্বিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রতিবেদন অনুযায়ী, দূষণের তালিকায় শীর্ষস্থানে ঢাকার সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। গত কয়েকদিনে ঢাকার বায়ুর মান ছিল যথাক্রমে, ১৭৫, ১৮৭, ২০৪, ১৮০। অর্থাৎ খুবই অস্বাস্থ্যকর। বায়ুমান ০-৫০ থাকলে ওই স্থানের বায়ু ভালো। ২০০-৩০০ হলে অস্বাস্থ্যকর ও বিপজ্জনক। বায়ুদূষণ নিয়ে কাজ করা গবেষক ও গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, ঢাকার বায়ুদূষণের অন্যতম উৎস হচ্ছে ধুলোবালু। এ সব ধূলিকণা মুখে গেলে মানুষ যত্রতত্র থুতু ও কফ ফেলে। তা আবার ধুলোর সঙ্গে মিশে নানা মাধ্যমে মানুষের শরীরে ঢুকতে পারে। আরেকটি উৎস হচ্ছে কয়লা ও জৈব জ্বালানি পোড়ানোর পাশাপাশি শহুরে যান্ত্রিকসহ নানা উৎস থেকে সৃষ্ট ধোঁয়া ও ধুলো। এ সব বাতাসে ক্ষুদ্র কণা ছড়ায়, যা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গবেষকদের মতে, এ সব ছাড়া বায়ুদূষণের অন্যতম কারণ হচ্ছে ইটভাটা, শিল্প-কারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া এবং সড়ক ও ভবন নির্মাণসামগ্রী থেকে তৈরি ধুলো। ফলে দেখা যাচ্ছে, সাধারণ মানুষ শ্বাসকষ্টজনিত রোগে গণহারে অসুস্থ হচ্ছে। এই অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য সরকারের সঙ্গে জনগণকেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সচেতনতা তৈরি করতে হবে। রামিছা বিলকিছ জেরিন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়