মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
পাঠক মত

নজর দিতে হবে পর্যটনশিল্পে

নতুনধারা
  ০১ জুলাই ২০২২, ০০:০০

বৃহৎ এ ব-দ্বীপ বাংলাদেশ পুরোটাই সৌন্দর্যের এক অপার আধার। যেখানেই চোখ মেলে তাকাই সেখানেই সবুজ শ্যামল চোখ জুড়ানো দিগন্তে হারিয়ে যাই প্রতিনিয়ত। দেশের প্রতিটি মানুষের মতো অন্যান্য দেশের মানুষেরও অন্যতম আকর্ষণীয় এক স্থান বাংলাদেশ। এ দেশে ব্যাগ বাটরা নিয়ে ঘুরে বেড়ানোর মতো জায়গার অভাব নেই। এখানে রয়েছে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার, ম্যানগ্রোভ বন সুন্দরবনের বিশাল বিস্তৃতি, ঝর্ণা, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ের হাতছানি। এ ছাড়া অন্যতম আকর্ষণ সেন্ট মার্টিন দ্বীপ বা নারিকেল জিঞ্জিরা। আরও রয়েছে নয়নাভিরাম চা বাগান। তাই এ দেশের সৌন্দর্যে মুগ্ধ হয়ে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস লিখেছেন, 'বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর'। আহা এমন সৌন্দর্য রেখে আর কোথাও যেতে মন চাইবে না। এখানকার পড়ন্ত দুপুরে ঘুঘুর ডাকে ঘুম ভাঙানোর মনোহর দৃশ্য আর কোথাও পাওয়া সম্ভব নয়। এই সৌন্দর্যের টানে এমন সব জায়গায় দেখা মেলে হরেক রকম মানুষের যারা ঘুরতে ভালোবাসেন, অজানা-অচেনা কিছু আবিষ্কারে মন নেচে ওঠে তাদের। ঠিক এভাবেই সৌন্দর্যের টানে গড়ে ওঠে কোনো দেশের পর্যটনশিল্প। পর্যটনশিল্প এখন যে কোনো দেশের প্রধান আকর্ষণী বস্তু। বিভিন্ন দেশের ভ্রমণপিপাসু মানুষ এসে ভিড় জমায় এ সব স্থানে এবং সে দেশের ভান্ডারে জমা হতে থাকে বৈদেশিক মুদ্রা। কোনো দেশের পর্যটনশিল্প তত বেশি উন্নত যত বেশি সে দেশে নিরাপত্তাব্যবস্থা বিদ্যমান এবং হাতের নাগালে সব নাগরিক সুবিধা পাওয়া যায়। বাংলাদেশে পোশাক, চা বা পাটশিল্পের মতোই পর্যটনশিল্প একটি বৃহৎ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হতে পারে। কিন্তু দিনকে দিন এখানকার অবস্থা আরও নাজুক হচ্ছে। কিছুদিন আগে সিলেটের জাফলং-এ স্বেচ্ছাসেবক কর্তৃক পর্যটকদের প্রহার আরও নিরুৎসাহিত করছে মানুষের। পাশাপাশি হোটেল রিসোর্টগুলোতেও নিশ্চিত করতে হবে নিরাপত্তা। নিরাপত্তাব্যবস্থায় উন্নত দেশগুলো এগিয়ে থাকায় তারা পর্যটনেও শীর্ষে। এই তালিকার শীর্ষ দশে আছে স্পেন, ফ্রান্স, জার্মানি, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা ও সুইজারল্যান্ড। তারা যেমন নিরাপত্তাব্যবস্থায় জোর দিয়েছে তেমনি পরিকল্পনামাফিক এগিয়ে নিয়েছে পর্যটনশিল্পকে। পর্যটনবান্ধব দেশ হওয়া সত্ত্বেও এখানে তারপরও একটি ব্যাপার বারবার আলোচিত হতে থাকে। হোটেল, রিসোর্ট বা খাবারের রেস্তোরাঁয় স্বস্তি পায় না মানুষ। সুযোগ বুঝে কোপ মারার স্বভাব এ দেশের কতিপয় নীতিহীন মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। গেল বছর আলু ভর্তা এবং ডাল-ভাত কিনতে হয়েছে ৩০০ টাকায় যার নেতিবাচক প্রভাব ফেলছে। এ সব ব্যবসা মনোভাবের কারণে পর্যটকদের একটি বড় অংশ দেশের বাইরে ঘুরতে যাচ্ছেন, যার ফলে এই শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফেসবুককেন্দ্রিক ভ্রমণপিপাসুদের বিভিন্ন পেজ ও গ্রম্নপে পর্যটকদের ক্ষোভ প্রকাশ যেন একটা অশনি সংকেতের বার্তা দেয়। এভাবে চলতে থাকলে একটা সম্ভাবনাময় শিল্পের সলিল সমাধি হবে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান বিঘ্নিত হবে। পর্যটনশিল্প বিকশিত হওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে যানবাহন ব্যবস্থা। জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করা থেকে বিরত থাকতে হবে। সর্বোপরি উন্নত সেবা দিতে পারলে বিশ্ববাসীর নজরে আসবে বাংলাদেশ। আরেকটি ব্যাপারে মনোনিবেশ করতে হবে তা হলো বর্জ্যব্যবস্থাপনা এবং সুন্দর পরিবেশ নিশ্চিতকরণ। কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে। সমুদ্র সৈকত নোংরা হয়ে থাকছে এবং গবাদিপশুর চারণভূমিও হতে দেখা গেছে যা এ শিল্পের জন্য ক্ষতিকর। নিরাপত্তা যেমন

জোরদার করতে হবে তেমনি রক্ষা করতে হবে সুন্দর পরিবেশের নিশ্চয়তা। এখনই সময় এই শিল্পকে একটি অর্থনৈতিক খাত হিসেবে আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

মাহমুদুল হাসান মিল্টন

শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সাধারণ সম্পাদক, গ্রিন ভয়েস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে