পাঠক মত

শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হোক

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

শাহাদাত হোসেন শিক্ষাথীর্ রাজশাহী বিশ্ববিদ্যালয়
শিশুরা নিষ্পাপ। তারা আগামীর সম্ভাবনা। এ দেশে আজো আশপাশে অনেক শিশু অনাহারে-অধার্হারে দিন অতিবাহিত করছে। তাদের যেমন ঠিকমতো খাদ্য জোটে না তেমনি জোটে না একটি ভালো পোশাকও। ছেঁড়া পোশাক পরে অনেক সময় ডাস্টবিনে ফেলে দেয়া পচা খাবার সংগ্রহ করে দেহের ক্ষুধা মেটানোর চেষ্টা করে। কিছু শিশু আমাদের সমাজের ধনী শ্রেণীর চোখে পড়লেও না দেখার ভাব করে এড়িয়ে চলে। কিন্তু যে শিশুগুলো আজ ভাগ্যাহত বা সুবিধাবঞ্চিত তারাও ভালোভাবে গড়ে উঠতে পারত। কিন্তু জন্মস্থানের একটু পাথের্ক্যর কারণে আজ অনেক নিচে নেমে গেছে। সমাজের বিবেকবান মানুষের আচরণ দেখে মনে হয় জন্মই তাদের আজন্ম পাপ। কিন্তু সহযোগিতা করতে না পারলেও অন্তত আমরা একটু ভালো ব্যবহার করতে পারি এসব ভাগ্যাহত শিশুদের সঙ্গে। আবার কোনো কোনো সময় সামথর্্য হলে তাদের সাহায্যও করতে পারি। মানুষ মানুষের জন্য। মরে গেলে কেউ তার ধন-সম্পদ নিয়ে যায় না। আমাদের অজির্ত অথর্ থেকে এ দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করলে তারা একটু ভালোভাবে জীবন অতিবাহিত করতে পারবে। তাদের শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত না রেখে আমরাই পারি শিক্ষিত করে গড়তে। তাই নিজ নিজ অবস্থান থেকে আমাদের চেষ্টা করতে হবে শিশুরা যেন আর ডাস্টবিনে পশু-পাখির সঙ্গে পাল্লা দিয়ে খাদ্য সংগ্রহ না করে। তারা যেন আমাদের ছেলেমেয়েদের মতো সুবিধা পায় এবং শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করতে পারে।