নৈতিক মূল্যবোধের অবক্ষয় ও পরিণতি
প্রকাশ | ২১ মে ২০২৩, ০০:০০
অনলাইন ডেস্ক
নৈতিকতা ও মূল্যবোধ শব্দ দুটি আমরা প্রায়ই একই অর্থে ব্যবহার করলেও শব্দ দুটির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। নৈতিকতা ও মূল্যবোধ শব্দ দুটি মূলত দর্শন শাস্ত্রীয় বিষয়। বর্তমান সমাজে নৈতিকতা ও মূল্যবোধের এতটাই অভাব হয়েছে, আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্র হুমকির সম্মুখীন। যেহেতু পরিবার, সমাজ ও রাষ্ট্র একই সূত্রে গাঁথা। সুতরাং পরিবারের অবক্ষয় দেখা দিলে তা সমাজ ও রাষ্ট্রের ওপর পড়ে। তাহলে নৈতিকতা ও মূল্যবোধ বলতে কি বোঝায় সেটা আমাদের জানা উচিত। নৈতিকতা ও মূল্যবোধ বলতে নীতিসম্পর্কিত বোধ বা অনুভূতিকে বোঝায়। মানুষ তার পরিবার সমাজ, রাষ্ট্র ও ধর্মের ওপর ভিত্তি করে সুনির্দিষ্ট কিছু নিয়মনীতি খুব সচেতনভাবে মেনে চলে। এই নিয়মনীতি ও আচরণবিধি মানুষের জীবনকে প্রভাবিত করে। এই নিয়মগুলো মেনে চলার প্রবণতা মানসিকতা ও নীতির চর্চা করাকেই বলা হয় নৈতিকতা। অন্যদিকে মানুষের আচরণকে পরিচালনা করে যেসব নীতি বা মানদন্ড তাই মূল্যবোধ। সহজভাবে বলা যায় ভালো, মন্দ, ঠিক, বেঠিক, কাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তার নামই মূল্যবোধ। যেহেতু মূল্যবোধ মানুষকে ভালো-মন্দের পার্থক্য করতে শেখায় সেহেতু মূল্যবোধের অবক্ষয় ঘটলে সমাজের উপর অনেক বিরূপ প্রভাব পড়ে। যা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করে এবং সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করে। ফলে সামাজিক ও রাষ্ট্রীয় অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। নৈতিকতা ও মূল্যবোধ একটি দেশের নৈতিক শক্তি যার অভাবে অতীতে অনেক জাতি ধ্বংসের সম্মুখীন হয়েছে। তাছাড়া নৈতিকতার অভাবে মানুষ আত্মপরিচয় হারিয়ে ফেলে। মূল্যবোধের অবক্ষয়ের মাধ্যমে একটা দেশ ক্রমান্বয়ে হারিয়ে যেতে পারে ধ্বংসের অতল গহ্বরে বিলীন হয়ে যেতে পারে পৃথিবীর সভ্য দেশের মানচিত্র থেকে। আবার অবস্থার উন্নতির মাধ্যমে হয়ে উঠতে পারে একটা আধুনিক সভ্য, উন্নত জাতি ও রাষ্ট্রে। আমাদের জাতীয় জীবনে মূল্যবোধের অবক্ষয় জাতীয় সামাজিক সমস্যা হিসেবে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশের নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয় ও অবনতির ফলে জনজীবন আজ অতিষ্ঠ। নৈতিকতার বিচু্যতি বর্তমানে আমাদের সমাজের সবক্ষেত্রেই দেখা যায়। বিচু্যতি নেই এমন জায়গা খুঁজে পাওয়া দুষ্কর। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা-প্রতিষ্ঠান প্রতিটি জায়গায় নৈতিক মূল্যবোধের অবক্ষয় লক্ষ্য করা যায়। রাস্তা-ঘাটে গরিব ভ্যান, রিকশাচালকদের চড়-থাপ্পড় মারা, মেয়েদের ইভ টিজিং করা, শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের যৌন হয়রানির ঘটনা আমাদের নৈতিক মূল্যবোধের অবক্ষয়কে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। অতি দরিদ্রতা, জনসংখ্যার আধিক্য, বেকারত্ব, মাদকাসক্ত, অশিক্ষা, দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা, অসম বণ্টন ব্যবস্থা সঙ্গদোষ প্রভৃতি কারণে আমাদের দেশে জনগণের মূল্যবোধের অভাব ঘটছে। নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধ করার জন্য এখনই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে অবস্থা আরও শোচনীয় হয়ে যাবে। অবক্ষয় রোধকল্পে দারিদ্র্য বিমোচনের ওপর যথেষ্ট নজর দিতে হবে। অসহায় সম্বলহীন লোকদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বেকারদের বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ ও ঋণ দিয়ে উৎপাদনমুখী করে নিয়োগ করতে হবে। মূল্যবোধ অবক্ষয়ের অন্যতম কারণ হলো বিদেশি সংস্কৃতির অনুপ্রবেশ। এই অনুপ্রবেশের অন্যতম মাধ্যম হচ্ছে বিদেশি চ্যানেলগুলো। তাই নির্দিষ্ট কিছু শিক্ষামূলক এবং প্রয়োজনীয় চ্যানেল রেখে বাকি চ্যানেলগুলো বন্ধের ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে হবে। পিতামাতাকে সন্তান-সন্ততির ব্যাপারে আরও বেশি খেয়াল রাখতে হবে এবং ধর্মীয় জ্ঞানার্জন করার সুযোগ করে দিতে হবে। পরিশেষে এটাই বলতে চাই দেশ ও জাতির স্বার্থে নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধ করা অতীব জরুরি।
হৃদয় কুমার সরকার
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া