পাঠক মত

তরুণ প্রজন্ম কেন নেশায় আসক্ত

প্রকাশ | ২৬ মে ২০২৩, ০০:০০

মো. জীবন খান
যে বয়সে হাতে থাকবে বই-খাতা কিংবা খেলাধুলার সরঞ্জাম, বর্তমানে সেই বয়সেই তরুণ প্রজন্মের হাতে থাকে সিগারেট আর মোবাইল! বর্তমানে তরুণ প্রজন্মের মাঝে মাদক এক ভয়ংকররূপে হানা দিয়েছে। যার শৃঙ্খলে প্রতিনিয়ত বন্দি হচ্ছে দেশের অসংখ্য তরুণ-তরুণী। বৃদ্ধি পাচ্ছে মাদক, গাঁজা, ফেনসিডিল, হেরোইন, মদ, এলএসডি, আফিম ও ইয়াবা ইত্যাদির অবাধ ব্যবহার। দেশে নেশার যে উপাদান তার অধিকাংশই আসে পাশের দেশগুলো থেকে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এসব ক্ষতিকর মাদকদ্রব্য তরুণদের হাতে সহজলভ্য হয়ে উঠেছে। অবশ্য, এই সহজলভ্যতা মাদকাসক্তির অন্যতম কারণ। প্রেমে ব্যর্থতা, দারিদ্র্য, নিঃসঙ্গতা ও সঙ্গদোষ এইগুলোর কারণে অনেকেই মাদকাসক্ত হয়ে পড়েন। সাধারণভাবে খেয়াল করলে বোঝা যায়, ঢাকা শহরের বাচ্চাদের শিশুকাল, শৈশব ও কৈশোর বলতে কিছু নাই। নাই কোনো খেলার মাঠ, পুকুর, নদী, বন-জঙ্গল। এদের বেশির ভাগ গ্রাম দেখেনি। তারা শুধু কবুতরের খাঁচার মতো ফ্ল্যাট বাড়িতে বন্দি থাকে। ৩/৪ বছর বয়স হলেই এদের বাবা-মা ইংলিশ মিডিয়াম স্কুলে দেওয়ার জন্য অস্থির হয়ে যায়। সঙ্গে নাচ, গান, ছবি, আঁকা এগুলো শিখানোর জন্য। ভোর ৬/৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এই কচি কচি বাচ্চাগুলো কতকিছু নিয়ে ব্যস্ত থাকে। এদের শারীরিক মানসিক সুস্থতা থাকে না। এরা অত্যন্ত অস্থির চিত্তের শিশু হিসেবে বেড়ে ওঠে। এদের অনেকেই পরে মাদকাসক্ত হয়ে পড়ে। এই প্রজন্মকে সুস্থভাবে বাঁচাতে হলে প্রথমে বাবা-মা তথা পরিবার, একইভাবে সমাজ এবং প্রশাসনকে এগিয়ে আসতে হবে। তাহলেই মাদকমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে যা এখন সময়ের দাবি। মো. জীবন খান শিক্ষার্থী নোয়াখালী চৌমুহনী সরকারি এসএ কলেজ