সাব-পোস্ট অফিস স্থাপন করুন

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

মোহাম্মদ ইব্রাহীম খলীলুল্লাহ চট্টগ্রাম
তথ্যপ্রযুক্তির অভাবনীয়ন উন্নতির কারণে এখনকার মানুষ ভাবের আদান-প্রদান করতে চিঠি লেখেন না, দেশের ডাকবিভাগ চিঠি আদান-প্রদানেই বেশি ব্যস্ত থাকত বলে বতর্মান পরিস্থিতিতে মানুষের কাছে ডাকবিভাগের প্রয়োজন থাকার কথা নয়। কিন্তু ডাকঘর সঞ্চয় ব্যাংক ডাকজীবন বীমা, মোবাইল মানি অডার্র (এমএমও)সহ সমসাময়িক নানান সেবা প্রদানের মাধ্যমে ডাকবিভাগের কমর্কতার্-কমর্চারীরা এখন আগের চাইতে আরও বেশি ব্যস্ত থাকেন। তবে বারইয়ারহাট ডাকঘরের আওতাধীন মানুষগুলো ডাকবিভাগের উল্লিখিত সেবাগুলো গ্রহণে খুব আগ্রহী হলেও বঞ্চিত রয়ে গেছেন আজও। কারণ চট্টগ্রাম জেলা মীরসরাই উপজেলার বারইয়ারহাটে সাব-পোস্ট অফিস নেই। সমগ্র মীরসরাইবাসীর সাবর্ক্ষণিক মিলনমেলায় পরিণত বারইয়ারহাট, ইতিমধ্যে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হলেও এখানে রয়েছে মহাজনহাট (৪৩২৬) এর একটি ব্রাঞ্চপোস্ট অফিস। যা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল সেবাই দিতে পারে, তাছাড়া ডাকবিভাগের সমসাময়িক সেবাগুলো স্বভাবতই সাব-পোস্ট অফিসরে মাধ্যমেই প্রদান করা হয়। যার কারণে ইচ্ছে থাকা সত্তে¡র অনেকে উল্লিখিত সেবাগুলো নিতে পারছেন না, আবার অনেকে অযথা সময় ও অথের্র অপচয় করে জোরারগঞ্জ মীরসরাই করেরহাট যেতে বাধ্য হচ্ছেন, বলা বাহুল্য বারইয়ার হাটে সাবপোস্ট অফিস থাকলে তা সমগ্র মীরসরাইয়ের সবোর্চ্চ গ্রাহকের আস্থার কেন্দ্রে পরিণত হবে। এমতাবস্থায় ডাকবিভাগ বারইয়ারহাটে সাব-পোস্ট অফিস স্থাপনে ত্বরিৎ উদ্যোগ নেবে বলে প্রত্যাশা সবার।