রাস্তা নির্মাণে দুর্নীতি বন্ধ হোক

প্রকাশ | ১৮ মার্চ ২০২৪, ০০:০০

আবু হানিফা শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
দেশের অর্থনীতির উন্নয়নে রাস্তার ভূমিকা অপরিসীম। উন্নত রাস্তার মাধ্যমে যাতায়াতের যেমন সুবিধা হয় তেমন পণ্য পরিবহণে গতি বাড়ার মাধ্যামে দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখে। আমরা মধ্যম আয়ের দেশে উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তারও ব্যাপক উন্নতি সাধন হয়েছে। তবে এর পেছনের গল্পগুলো শর্ষের মধ্যে ভূত প্রবাদের মতো। বাংলাদেশের রাস্তা নির্মাণ ব্যয় যে প্রতিবেশী সব দেশ এমনকি ইউরোপ, আমেরিকার অনেক দেশের চেয়েও বেশি তা এখন সবার জানা। চীন, ভারতে প্রতি কিলোমিটার রাস্তা নির্মাণ করতে ব্যয় হয় ১৫-২০ কোটি টাকা, ইউরোপ এবং আমেরিকায় এর পরিমাণ ৩০ কোটি টাকা, সেখানে বাংলাদেশে প্রতি কিলোমিটার রাস্তা নির্মাণে ব্যয় হয় মাত্র ৫০-৮০ কোটি টাকা! মাওয়া এক্সপ্রেস ওয়ের কথা শুনলে আমাদের মন ভালো হয়ে যায় যে, এত উন্নত রাস্তা আমাদের দেশে! এর নির্মাণ ব্যয়ও যে তেমন উন্নত! এখানে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে ১৮৩ কোটি টাকা মাত্র। এরপরও যখন কেউ দেশের কোনো রাস্তাকে ইউরোপের রাস্তার সঙ্গে তুলনা করে তখন বিষয়টা হস্যকর লাগে, কারণ আমরা তো তাদের থেকেও উন্নত! এত উন্নতির পরও বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ায় সড়ক অবকাঠামো মানের সূচকে আমরা শুধু নেপালের থেকে এগিয়ে। রাস্তা নির্মাণে অনিয়মের খবর আমরা এখন প্রতিনিয়ত দেখতে পাই। কোথাও হাত দিয়ে ঘষা দিলে রাস্তার পিচ উঠে যেতে দেখা যায় আবার কোথাও নিম্নমানের কাঁচামাল ব্যবহারের কারণে গ্রামের মানুষের কাজ বন্ধ করতে দেখা যায়। বাজেট বাড়ানোর জন্য রাস্তা নির্মাণ মাঝপথে বন্ধ রেখে জনগণকে কষ্ট দেওয়া তো নিয়মিত ঘটনা। এমনকি আমরা ৯ বছরে নির্মাণ ব্যয় ১৪ গুণ পর্যন্ত হতে দেখেছি। মাঝপথে কাজ বন্ধ রাখলে যানবাহনের যেমন ক্ষতি হয় তেমন জনগণেরও চলাচলে কষ্ট বাড়ে। এতকিছুর পরও যখন একজন প্রকৌশলীকে প্রশ্ন করার পর তিনি নিশ্চুপ থাকার মতো সাহস দেখাতে পারেন তখন দুঃখ লাগে। রাস্তা নির্মাণে দুর্নীতি বন্ধ না হলে সরকারের এত উন্নয়ন প্রকল্প দিনশেষে ব্যর্থ হবে। তাই রাস্তা নির্মাণে দুর্নীতি বন্ধ করার মাধ্যমে জনগণের কষ্ট দূর করুন।