হাস্য - রস
প্রকাশ | ১৭ মে ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
প্রথম বন্ধু : জানিস, একবার আমাদের বাসায় ডাকাতি হয়েছিল।
দ্বিতীয় বন্ধু :তারপর কী হলো?
প্রথম বন্ধু : ডাকাতরা সবার দিকে অস্ত্র তাক করতেই, ভয়ে মামা ছাড়া সবার মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে গিয়েছিল।
দ্বিতীয় বন্ধু :তোর মামা তাহলে খুব সাহসী লোক?
প্রথম বন্ধু : আরে না, মামার মাথায় টাক।