হাস্য - রস
প্রকাশ | ০৫ জুলাই ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
বোন : ধরো, মা তোমাকে পঞ্চাশ টাকা দিয়ে দোকানে পাঠালেন, তুমি রাস্তায় তিন টাকা হারিয়ে ফেললে। তাহলে কত টাকার জিনিস কিনে আনতে পারবে?
ভাই : আর হারিয়ে গেছে বলা যাবে না, মা ধরে ফেলবে। দুইদিন আগে ফুচকা খেয়ে দশটাকা নষ্ট করেছি।