প্রচলিত যাকাত নিয়ে কিছু কথা

প্রকাশ | ১৯ মে ২০১৯, ০০:০০

আলী ফজল মোহাম্মদ কাওছার চাকরিজীবী, সিলেট
যাকাত হচ্ছে আমাদের ইসলাম ধর্মের পাঁচটি গুরুত্বপূর্ণ রুকনের মধ্যে অন্যতম রুকন। আলস্নাহতায়ালা বলেন, 'তোমরা নামাজ আদায় কর এবং যাকাত প্রদান কর। তোমরা নিজের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে, তা আলস্নাহর কাছে পাবে। তোমরা যা কিছু কর, নিশ্চয় আলস্নাহ তা প্রত্যক্ষ করেন।' (সূরা বাকারা-১১০) এখন চলছে পবিত্র রমজান মাস এই মাসে অধিক সওয়াবের আশায় মুসলমানদের যাদের ওপর যাকাত ফরজ উনারা উনাদের যাকাত আদায় করে থাকেন, এটা অবশ্যই খুব বেশি ভালো কাজ, আলস্নাহ পাক উনাদের উত্তম জায়গা দান করুন। অনেক এলাকায় অনেক অনেক মানুষ যাকাত আদায় করে থাকেন, আদায় কে কেন্দ্র করে অনেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন, আবার অনেকে কোনো অনুষ্ঠান ছাড়া যাকাত আদায় করে থাকেন, আবার অনেকে গোপনে যাকাত আদায় করে থাকেন, যাকাত আদায় করা ক্ষেত্রে দেখা যায় কেউ শাড়ি, লুঙ্গি, কেউ নগদ টাকা যাকাত হিসেবে গরীব মানুষদের দিয়ে থাকেন। আবার বিভিন্ন কাপড়ের দোকানে যাকাতের কাপড় বলে নিম্ম কোয়ালিটির কাপড় পাওয়া যায়। যা যাকাত হিসেবে বিতরণ করা হয়। এটা কি ধর্ম সমর্থন করে? যেহেতু একজন মানুষকে পরিধান করার জন্য কাপড় দেয়া হয় সেহেতু ভালো কোয়ালিটির কাপড় কি দেয়া যায় না। অনেক জায়গায় যাকাত বিতরণকে কেন্দ্র করে যাকাত গ্রহীতার হুড়োহুড়িতে অনেক মানুষের প্রাণহানি ঘটে। এর দায় কি যাকাত দাতা এড়াতে পারবেন? যাকাত আদায়কারী পরিবার কিংবা ব্যক্তি একটি করে গরিব পরিবার সিলেক্ট করুন তাদের আপনার/আপনাদের যাকাতের সমস্ত টাকা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করুন, এর ফলে দেখবেন এই লোক কিংবা একটি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হলে পরিবার কিংবা ব্যক্তি আর যাকাত খাবে না, এমনও হতে পারে কয়েক বছর পরে এই গরিব পরিবারটি স্বাবলম্বী হয়ে নিজেরা যাকাত আদায় করতেছে।