চট্টগ্রাম কলেজে যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করা হোক

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০

হুমাইরা খানম জেরীন শিক্ষার্থী চট্টগ্রাম কলেজ
চট্টগ্রাম কলেজ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। যেটি ঢাকা কলেজের পর প্রতিষ্ঠিত বাংলাদেশের দ্বিতীয় কলেজ। তাই কালের পরিক্রমায় প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িয়ে আছে নানা ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য। মানসম্মত শিক্ষা পদ্ধতির পাশাপাশি উঁচু-নিচু ঢালু পথ, চারপাশের গাছপালা দ্বারা বেষ্টিত প্রাকৃতিক পরিবেশ কলেজ ক্যাম্পাসকে যেন আরও প্রাণবন্ত করে তুলেছে। কিন্তু এত কিছুর মাঝেও শিক্ষার্থীরা ভুগছে নানা সমস্যায়। সম্প্রতি দূর-দূরান্ত থেকে পড়তে আসে হতদরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের আবাসিক হলে থাকার ব্যবস্থা করা হলেও নেই কোনো নিজস্ব পরিবহণ ব্যবস্থা। একটি স্বনামধন্য কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ হিসেবে নেই এর কোনো বাস বা অন্য কোনো যাতায়াতযোগ্য পরিবহণ, যার মাধ্যমে শহরে অবস্থারত শিক্ষার্থীরা কলেজে নির্বিঘ্নে আসতে পারবে। কিন্তু দুঃখের বিষয় হলো, প্রতিষ্ঠালগ্ন থেকে আজ এত বছরেও যাতায়াত নিয়ে কলেজ প্রশাসনের কোনো পদক্ষেপ দেখছে না সাধারণ শিক্ষার্থীরা। উক্ত সমস্যার দিকে কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তবেই শিক্ষার্থীদের অনেক দিনের জমে থাকা সমস্যা গুছবে এবং শিক্ষার্থীরা আকাশছোঁয়া স্বপ্নগুলো ফিরে পাবে। হুমাইরা খানম জেরীন শিক্ষার্থী চট্টগ্রাম কলেজ