হাস্য - রস

প্রকাশ | ০২ নভেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
এক লোক তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন, আমাকে একজন ১০০০ টাকার এক নোট দিয়ে চলে গেছে। এমন আমি এই নোট কীভাবে ব্যবহার করতে পারি। কেউ পরামর্শ দিলে উপকৃত হব। কমেন্টকারী : ভাই রেখে দেন, পাত্রী দেখতে গিয়ে দিয়ে আইসেন।