হাস্য - রস

প্রকাশ | ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
উকিল : তোমার তাহলে চুরির মামলা? কিন্তু মামলার খরচ চালাবে কী করে? মক্কেল : টাকাপয়সা নেই। তবে একটা গরু আছে। উকিল : ঠিক আছে। তাহলে গরু বেচেই আমার ফি দেবে। তা তোমার নামে কোন জিনিস চুরির মামলা দিয়েছে। মক্কেল : ওই গরু চুরিরই মামলা।