হাস্য - রস

প্রকাশ | ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
রোগী : ডাক্তারবাবু, আমার কানের মধ্যে একটি টিকটিকি ঢুকে গেছে। চিকিৎসক : কখন? রোগী :সকাল আটটার দিকে। চিকিৎসক :এখন দুপুর ১২টা বাজে! আপনি আগে আসেননি কেন? রোগী :আমি ভেবেছিলাম, সকাল ছ'টার দিকে আমার কানে যে পোকাটা ঢুকেছিল, টিকটিকি ওটাকে খেয়েই বার হবে। কিন্তু এখন দেখছি কোনওটাই বেরোচ্ছে না।