হাস্য - রস

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
ঋণ, অগ্নি ও ব্যাধির শেষ রাখতে নেই, কারণ তারা আবার বেড়ে যেতে পারে। সাকিব এবং রাকিবের মধ্যে কথা হচ্ছে- সাকিব : রাকিব, তুই আমাকে ঠিক রাত ১০টায় ফোন দিস তো। তোর সঙ্গে কথা আছে। রাকিব : ঠিক আছে। তুই তাহলে আমাকে ঠিক ৯টা ৫৯ মিনিটে ফোন দিয়ে মনে করিয়ে দিস।