হাস্য - রস

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
১ম বান্ধবী : এখনকার ছেলেদের প্রতি কোনো বিশ্বাস নাই রে! ২য় বান্ধবী : কেন বল তো? ১ম বান্ধবী : আমি আজ থেকে ওর মুখও দেখতে চাই না! ২য় বান্ধবী : কেন? তুই কি ওকে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখেছিস? ১ম বান্ধবী : আরে দূর! ও আমাকে অন্য ছেলের সঙ্গে দেখেছে! ২য় বান্ধবী : বলিস কী! ১ম বান্ধবী : হ্যাঁ, কালকে বললো, ও নাকি শহরের বাইরে যাবে। দেখলি কত বড় মিথ্যাবাদী।