হাস্য - রস

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
আরিফ : স্যার, আজকে আমার শরীরটা খুব খারাপ। অফিসে আসতে পারব না। বস : বল কি, শরীর খারাপ? আরিফ : জ্বি স্যার। বস : শরীর খারাপ থাকলে আমি কী করি জানো? আমার প্রেমিকার সঙ্গে রিকশায় ঘুরে বেড়াই, বেশ ভালো লাগে। তুমিও চেষ্টা করে দেখতে পারো। কিছুক্ষণ পর বসকে ফোন করলেন আরিফ। বললেন, 'স্যার, আপনার বুদ্ধিটা বেশ কাজে লেগেছে। রিকশায় ঘুরে খুব ভালো লাগছে। আপনার প্রেমিকাও বেশ স্মার্ট, রিকশা ভাড়াটাও সে দেবে বলেছে!'