হাস্য - রস
প্রকাশ | ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০
অনলাইন ডেস্ক
মা : মোবাইল নিয়া কই যাইতাছোস?
ছেলে: বাথরুমে।
মা : কেন?
ছেলে : যদি কারেন্ট যায়, তাই।
মা : তো হেডফোন নিতাছোস ক্যান?
ছেলে : ভয় লাগলে গান শুনব তাই।
মা : কাঁথা-বালিশও নিয়া যা, গান শুনতে শুনতে যদি ঘুম আসে!